২৬ জুলাই বার্লিনে জার্মানি ইস্রাইল , যুক্তরাষ্ট্র, বৃটেন , ফ্রান্স , লুক্সেমবার্গ,গ্রীস ও ইতালির সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে । চুক্তিতে বিভিন্ন দেশের পন্ডিতদের কাছে নাত্সি হত্যাকান্ডের তথ্য প্রকাশ করতে রাজী হয়েছে । তার পর বেলজিয়াম, নেডারল্যান্ডস এবং পোল্যান্ডও চুক্তিতে স্বাক্ষর করবে ।
জানা গেছে , ১৯৫৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় তিন কোটি থেকে পাঁচ কোটি তথ্য জার্মানির বাদ আরোলসেন নগরে সংরক্ষিত রয়েছে । তথ্যগুলোতে দ্বিতীয় মহা যুদ্ধকালে নাত্সির অত্যাচারে পিড়িত এক কোটি ৭৫ লক্ষ ইহুদি ও নির্যাতিত শ্রমিকদের সম্পর্কে লিপিবদ্ধ আছে ।
এর আগে এসব তথ্য শুধু হত্যাকান্ডে নির্যাতিত মানুষ ও তাদের পরিবারপরিজনরা পড়তে পারতেন । পন্ডিতরা নির্যাতিতমানুষের লিখিত অনুমোদন পেলেই কেবল তথ্যগুলো পড়তে পারেন । বহু বছর ধরে যুক্তরাষ্ট্র, ইস্রাইল সহ কয়েকটি দেশ তথ্যগুলো প্রকাশ করতে জার্মানির কাছে দাবী জানিয়ে আসছিল । কিন্তু নির্যাতিত মানুষের গোপনীয়তারক্ষার এবং তাদের নতুন আঘাত এড়ানোরঅজুহাতে জার্মানি এই দাবী প্রত্যাখান করে আসছিল ।
|