চীন ইস্রাইলের বোমবর্ষণে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীর ওপর হামলা চালানোর তীব্র নিন্দা করেছে।
দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীর একটি পর্যবেক্ষণ স্টেশন ২৫ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় ইস্রাইলী বাহিনীর বোমা হামলার শিকার হয়। হামলায় চীনের তু চাও ইয়ু সহ চার জন লেবাননস্থ জাতিসংঘ পর্যবেক্ষক নিহত হয়েছে। ২৬ জুলাই চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এই খবর পাওয়ার পরই চীনের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে নিহতের প্রতি তার গভীর শোক এবং নিহতের আপনজনদের কাছে তার আন্তরিক সমবেদনা পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন।
কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অশগ্রহণকারী চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিংও তু চাও ইয়ু সহ নিহত চার জন পর্যবেক্ষকের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং তাদের আত্মীয়স্বজনদেরকে আন্তরিক সমাবেদনা জানিয়েছেন।
একইদিনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও এই হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি সংঘর্ষের বিভিন্ন পক্ষ, বিশেষ করে ইসাইলকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন, যাতে জাতিসংঘ শান্তি রক্ষী লোকের নিরাপত্তা সুরক্ষা করা যায়।
|