চীন ভারত পুঁজি বিনিয়োগ কোম্পানি হচ্ছে চীন ভারত গোষ্ঠীর একটি শিল্পপ্রতিষ্ঠান। এটি হচ্ছে শিল্প ও বাণিজ্য অন্তর্ভুক্ত রয়েছে এমন একটি আন্তঃদেশীয় কোম্পানি । এর প্রধান ব্যবসা হচ্ছে আন্তর্জাতিক প্রকল্পের সহযোগিতা , আন্তর্জাতিক বাণিজ্য এবং দেশে বিদেশে পুঁজি বিনিয়োগ আর পরামর্শদান পরিসেবা ইত্যাদি । তাদের ব্যবসা দেশে বিদেশী বিনিয়োগ প্রকল্প, বিদ্যুত্ শক্তির প্রকল্প, যন্ত্রপাতি তৈরী , রিয়েল এস্টেট, নির্মাণ সামগ্রী আর গৃহ সজ্জার উপকরণ , বস্ত্র, খাদ্যপণ্য , ঘরোয়া বৈদ্যুতিক সামগ্রী এবং তথ্য পরামর্শদান পরিসেবা ইত্যাদি । তাদের সদরদপ্তর চীনের কুয়াংচৌ প্রদেশের শেনচেন শহরে অবস্থিত এবং চীনের হংকং, ভারতের কলকাতা, থাইল্যান্ডের ব্যাঙ্কক, বাংলাদেশের ঢাকায় শাখা কোম্পানি স্থাপন করা হয়েছে । কোম্পানি ভারতের রাষ্ট্রীয় শিল্প-বাণিজ্য পরিষদ এবং পশ্চিম বঙ্গ অঙ্গরাজ্যের সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে নানা ক্ষেত্রেই প্রকল্পের পুঁজি বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা চালায় । চীন-ভারত গোষ্ঠী বিনিয়োগ প্রকল্পের উন্নয়নে তাদের কাজের কেন্দ্র হিসেবে গ্রহণ করে বিদেশে চীনের শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নকে ত্বরান্বিত করে ।একই সঙ্গে চীনের পণ্যদ্রব্যের বিশ্বায়ন, সরকারের সংস্কার, শিল্পপ্রতিষ্ঠানের প্রযুক্তি,ব্যবস্থাপনা, কর্মী ও যন্ত্রপাতিরজন্যে প্রচেষ্টা চালায় ।
চীন-ভারত গোষ্ঠীর শাখা শিল্পপ্রতিষ্ঠান হল : চীন -ভারত আন্তর্জাতিক (হংকং) কোম্পানি, চীন -ভারত বাণিজ্য(ভারত) কোম্পানি, চীন -ভারত পুঁজি বিনিয়োগ ও উন্নয়ন কোম্পানি, চোংখাইথাই বস্ত্র শিল্প কোম্পানি, চীন-বাংলাদেশ পুঁজি বিনিয়োগ পরামর্শ কোম্পানি । এর যৌথ অর্থবিনিয়োগের শিল্প প্রতিষ্ঠান হল : চীন-ভারত পরিবেশ সংরক্ষণ যন্ত্রের প্রযুক্তি গবেষণা কোম্পানি, শেনচেন দক্ষিণ মেরু তারা টেলিযোগাযোগ কোম্পানি । এর পাশা পাশি চীন -ভারত গোষ্ঠীর চীনের পণ্যদ্রব্যের বাণিজ্যিক মেলার সহযোগিতা বৃদ্ধির জন্য ওয়েবসাইটের প্রতিষ্ঠা, চীনের বিভিন্ন মহলের ৩ শ'রও বেশি শিল্পপ্রতিষ্ঠান এই ওয়েবসাইটে অংশগ্রহণ করতে পারবে । চীন-ভারত গোষ্ঠী বাস্তব শিল্প প্রতিষ্ঠার ভিত্তিতে এ ওয়েবসাইট ব্যবহার করে বিদেশে চীনের শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে আন্তঃদেশীয় পুঁজি বিনিয়োগ , আন্তর্জাতিক বাণিজ্য আর বিতরণে সার্বিক পরিসেবা দিতে পারে । দক্ষিণ এশিয় বাজার বিশেষ করে ভারতের বাজারে চীনের একটি বিশেষ মার্ক প্রতিষ্ঠিত করতে চায় এই গোষ্ঠী ।
চীনের শিল্পপ্রতিষ্ঠানের বিদেশে শাখা কোম্পানি প্রতিষ্ঠার ক্ষেত্রে ২০০১ সাল থেকে চীন-ভারত গোষ্ঠী পরামর্শ কোম্পানি চীনের " দশম পাঁচসালা পরিকল্পনা কার্যক্রম" এবং ১৯৯৯ সালে রাষ্ট্রীয় পরিষদের ১৭নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী দক্ষিণ এশিয়ার বাস্তব অবস্থা যাচাই করে শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রাথমিকভাবে সেখানে শাখা কোম্পানি প্রতিষ্ঠা করে এবং বাংলাদেশে পুঁজি বিনিয়োগ করে । দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশ করার পর গোষ্ঠী অভূতপূর্ব সাফল্য পেয়েছে । এই কার্যক্রম চীনের উন্মুক্ত বৈদেশিক নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ । চীন-ভারত গোষ্ঠী কোম্পানি প্রতিষ্ঠার শুরুতে চীনের শিল্পপ্রতিষ্ঠানকে বিদেশে পুঁজি বিনিয়োগ ত্বরান্বিত করার ক্ষেত্রে তেমন সাফল্য পায় নি । কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করার পর, পথনির্দেশনামূলক পরিসেবার একটি কার্যকর পদ্ধতি খুঁজে বের করেছে ।
|