পেইচিং জেলখানা যেখানে গুরুতর অপরাধ করেছেন এমন ২০০০ অপরাধী আটক রয়েছে সেই জেলখানা ২৬ জুলাই থেকে নিয়মিতভাবে সবার জন্য উন্মুক্ত করা হবে । পেইচিংয়ের যে নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এবং কখনো কারাদন্ডে দন্ডিত হয়নি শুধুমাত্র তারাই জেলখানিটি পরিদর্শন করারজন্য আবদেন দাখিল করতে পারবেন ।
এ মাসে পেইচিং নারী জেলখানার" উন্মুক্ত দিবস" ঘোষণার পর এটা সবার কাছে নিয়মিতভাবে খোলা দ্বিতীয় জেলখানা । জেলখানার পরিচালকরা বলেছেন , সবার কাছে নিয়মিতভাবে জেলখানা খোলা কারাদন্ডরত অপরাধীদের প্রতি সমাজ ও তাদের পরিবারপরিজনদের সযত্নের কথাই প্রমাণিত হবে । এটা অপরাধীদের নিজেকে সংশোধন করতে সহায়তা করবে । জেলখানার উন্মুক্ত দিবস সবার মতামতের ভিত্তিতে জেলখানা পরিচালনায় সহায়তা করবে ।
পেইচিং জেলখানায় ২০০০জন পুরুষ আসামী আটক রয়েছে । এদেরকে কমপক্ষে ১৫ বছর কারাদন্ড দেয়া হয় । এবার অপরাধীদের থাকার রুম , সাক্ষাত রুম , মানসিক রোগেপরামর্শ দেয়া রুম , ওয়ার্কশোপপ্রভৃতি উন্মুক্ত হবে ।
|