পঞ্চম বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তি নগর ইউনিয়ন সম্মেলন ২৬ জুলাই অষ্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হয়েছে।
সম্মেলনে অংশগ্রহণকারী নগরের মধ্যে প্রযুক্তি আদানপ্রদান জোরদার করা, বিশ্ব নগরায়ন প্রক্রিয়া সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সমাধানের প্রস্তাব দেয়া, বিশ্বের বিভিন্ন দেশ বিজ্ঞায়নের উন্নয়নে অর্জিত সাফল্য প্রদর্শন করা ইত্যাদি বিষয়ে মত বিনিময় করা হবে।
বিশ্বের ৬০টি নগরের মেয়র , বিশ্ব প্রযুক্তি নগর ইউনিয়নের সদস্য দেশ এবং ইউনেস্কো ইত্যাদি সংস্থার প্রতিনিধিগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাছাড়া সম্মেলনের সময়ে বিশ্ববিদ্যালয়ের হেড-মাস্টার ফোরাম, মেয়র ফোরাম এবং উচ্চ প্রযুক্তি প্রদর্শনী ইত্যাদি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
|