লেবাননের বৈরুত আন্তর্জাতিক বিমান বন্দরের এক কর্মকর্তা ২৬ জুলাই বলেছেন , আহত লেবাননীদের সরিয়ে নেয়ার জন্যে একই দিন জর্দানের একটি সামরিক বিমান বেশ কিছু দিন বন্ধথাকা বৈরুত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে ।
১৩ জুলাই ইস্রাইলীবাহিনী বৈরত আন্তর্জাতিক বিমান বন্দরের তিনটি রান-ওয়েতে বোমা ফেলার জন্যে বিমানবন্দরটতে এত দিন বিমান ওঠানামা বন্ধ থাকে । বিমান আক্রমণে বিমান বন্দরটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই প্রথমবার একটি বিমান অবতরণ করল ।
খবরে প্রকাশ , এই দিন তিনটি বিমান বৈরুত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা । বিমান তিনটি ১৫০জন আহত লেবাননীকে বিদেশে নিয়ে যাবে ।
|