২৬ জুলাই চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র পেইচিংয়ে বলেছেন , দোহা আলোচনা বিশ্বের অর্থনীতির সুষ্ঠু উন্নয়নের সঙ্গে জড়িত । আলোচনা আবার শুরু করার জন্য চীন বিভিন্ন পক্ষের সঙ্গে যৌথ প্রয়াস চালাতে ইচ্ছুক ।
বিশ্ব বাণিজ্য সংস্থার ৬টি কেন্দ্রীয় সদস্য দেশ যুক্তরাষ্ট্র , ইইউ , জাপান , অস্ট্রেলিয়া , ব্রাজিল ও ভারত সহ জেনিভায় অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৪ জুলাই ব্যর্থ হওয়ার পর বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ঘোষণা করেছেন যে , দোহা আলোচনা সার্বিকভাবে বন্ধ হয়ে গেছে । এই পর্যন্ত দোহা আলোচনা বারবার ব্যর্থ হয়ে অচলাবস্থার মধ্যে পড়েছে ।
|