চীনের সর্বোচ্চ গণ এটর্নি সংস্থা ২৬ জুলাই দায়িত্ব অবহেলা ও নাগরিক অধিকার লংঘনের অপরাধ সংক্রান্ত মামলা রাখার মানদন্ড প্রকাশ করেছে যাতে আরো বলিষ্ঠভাবে সরকারী প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের দায়িত্ব অবহেলা এবং ক্ষমতার অপব্যবহার করে নাগরিকদের ব্যক্তিগত অধিকার ও গণতান্ত্রিক অধিকার লংঘনের অপরাধের শাস্তি দেয়া যায় ।
এই মানদন্ডে দায়িত্ব অবহেলা ও নাগরিক অধিকার লংঘন সংক্রান্ত মামলায় জড়িত সরকারী প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের পরিচয় ও পরিসর স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। অর্থাত সরকারী প্রতিষ্ঠনের কর্মচারীদের মধ্যে রয়েছে বিভিন্ন স্তরের রাষ্ট্রীয় ক্ষমতাসম্পন্ন সংস্থা, প্রশাসনিক সংস্থা , আইন সংক্রান্ত সংস্থা এবং সামরিক প্রতিষ্ঠানে কর্মরত লোকজন ।
উল্লেখ্য যে , চীনের এটর্নি সংস্থা প্রতি বছর দায়িত্ব অবহেলা ও নাগরিক অধিকার লংঘনের অপরাধ সংক্রান্ত মামলায় জড়িত প্রায় ৮ হাজার কর্মচারীকে শাস্তি দিয়ে থাকে ।
|