চীনের ফু চিয়ান প্রাদেশিক আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ খবরে বলা হয়েছে , ফু চিয়ান প্রদেশে আঘাত হানা এ বছরের ৫ নম্বর টাইফুন " কায়েমি" ২৫ জুলাই রাত বারোটায় দুর্বল হয়ে উষ্ণমন্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে । তবে কায়েমিজনিত প্রবল ঝড় ও বৃষ্টি একটানা কয়েক দিন ধরে চলবে বলে মনে করা হচ্ছে ।
বণ্যা প্রতিরোধের জন্যে চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ সংক্রান্ত সদর দফতর আনুসংগিক জরুরীভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছে এবং বন্যা প্রতিরোধের কাজে পরামর্শ দেয়ার জন্যে দক্ষিণ-পূর্ব চীনের বিভিন্ন প্রদেশে বিশেষজ্ঞ ও কর্মী দল পাঠিয়েছে ।
জানা গেছে , টাইফুনের প্রভাবে চীনের ফু চিয়ান , কুয়াং তুং , চে চিয়াং , চিয়াং সি প্রভৃতি প্রদেশের কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি হবে । ফু চিয়ান প্রদেশের ৪ লাখ ৩০ হাজার লোককে নিরাপদ এলাকায় সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে । কুয়াং তুং , চে চিয়াং , চিয়াং সি প্রভৃতি প্রদেশও সম্ভাব্য পাহাড়ী বন্যা ও ভূমিধস মোকাবিলার জন্যে ইতিবাচক ব্যবস্থা নিয়েছে ।
|