এক দিনব্যাপী ৩৯তম আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ২৫ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শেষ হয়েছে। আসিয়ানের দশটি দেশের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ানের একীভূতকরণ ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে একটি যৌথ ইস্তাহার প্রকাশ করেছেন।
ইস্তাহারে বলা হয়েছে, আসিয়ান একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করছে। আসিয়ান কমিউনিটি গড়ে তোলার নির্ধারিত সময় ২০২০ সালের পূর্বেই ২০১৫ সালে সম্পন্ন করা সম্ভব হবে। এ জন্যে আসিয়ান অর্থনৈতিক কমিউনিটি , নিরাপত্তা কমিউনিটি এবং সামাজিক ও সাংস্কৃতিক কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে প্রচেষ্টা জোরদার করা উচিত।
ইস্তাহারে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার সমাধানে সংশ্লিষ্ট পক্ষের প্রতি ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার আহ্বান জানানো হয়েছে। ছ'পক্ষের সংলাপ উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যা সমাধান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট পক্ষের উচিত কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ১৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের সুযোগকে পুরোপুরি কাজে লাগানো, যাতে উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যা শান্তিপূর্ণ সমাধান ত্বরান্বিত করা যায়।
|