তিনদিনব্যাপী ইরাকের জাতীয় পুনর্মিলন সম্মেলনের প্রস্তুতি অধিবেশন ২৫ জুলাই আরব লীগের সদর দপ্তর কায়রোতে শুরু হয়েছে । ইরাকের বিভিন্ন দলের ৩০ জনেরও বেশি প্রতিনিধি সম্মেলনে দেশের ধর্মীয় সংঘর্ষ বন্ধ করার বিষয় নিয়ে পরামর্শ করবেন । তবে ইরাকের প্রতিরোধ দল প্রতিনিধি পাঠায় নি ।
আরব লীগের রাজনীতি বিষয়ক উপ মহাসচিব আহমেদ বিন হেলী বলেছেন , প্রস্তুতি অধিবেশন আয়োজনের উদ্দেশ্য হল ইরাকের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী আগস্ট মাসে অনুষ্ঠিতব্য ইরাকের জাতীয় পুনর্মিলন সম্মেলনের জন্য সময়সূচী নির্ধারণ করা । প্রস্তুতি অধিবেশনে পুনর্মিলন সম্মেলন উদ্বোধনের সময় ও অংশগ্রহণকারীদের নাম তালিকা নির্ধারণ করা হবে ।
বিন হেলী জোর দিয়ে বলেছেন , রাজনৈতিক সংলাপ করা হল ইরাকের ধর্মীয় সংঘর্ষ সমাধানের সবচেয়ে ভালো উপায় ।
|