২৬ জুলাই ইসরাইলের জঙ্গী বিমান উত্তর গাজার ওপর আবার বোমাবর্ষণ করেছে , এতে কমপক্ষে ৭ জন ফিলিস্তিনী নিহত হয়েছে ।
জানা গেছে , প্রায় ৫০টি ইসরাইলী ট্যাংক পুনরায় উত্তর গাজায় প্রবেশ করেছে । ইরসাইলী বিমান হামাস ও জিহাদের সদস্যের বাড়ির ওপরও বোমাবর্ষণ করেছে । বোমাবর্ষণে নিহত ৭ জনের মধ্যে দু'জন হামাসের সদস্য ছিল ।
২৮ জুন থেকে গাজা এলাকায় ইসরাইলের "গ্রীষ্মকালীন বৃষ্টি" নামক সামরিক অভিযান শুরু হয়েছে । এর পর ইসরাইলী বাহিনী বার বার গাজায় প্রবেশ করে হামলা চালিয়েছে । মোট ১ শোরও বেশি মানুষ এতে নিহত হয়েছে ।
|