সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি।
বাংলাদেশের সাতক্ষীরার ওয়াল্র্ড রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক আনিসুর রহমান আমাদের অনুষ্ঠানে নচিকেতার গান শুনতে চেয়েছেন। এখন আমরা একসাথে তাঁর গাওয়া "শুনবোনা গান, গান শুনবো না" নামে একটি গান শুনবো।
বাংলাদেশের গ্লোবাল ডিএক্স ক্লাবের শামীম আহমেদ সনজু আমাদের অনুষ্ঠানে কুমার শানু'র কন্ঠে যে কোন বাংলা গান শুনতে আগ্রহী। এখন আমি প্রিয়তম মনে রেখো নামে কুমার শানু'র একটি গান শোনাবো।
ভারতের পশ্চিম বঙ্গের বীরভূম জেলার ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের দেশমাতৃকা প্রসাদ রায় আমাদের অনুষ্ঠানে আব্বাসুদ্দিন আহম্মেদের কন্ঠে যে কোন একটি গান শোনাতে বলেছেন। এখন আমি আপনার চাহিদা মেটাচ্ছি। গানের নাম আজ শরতের রূপো দীপালী।
কেমন লাগলো? প্রিয় বন্ধুরা, এখন আমরা একসাথে লতা মঙ্গেশকারের কন্ঠে একটি গান শুনবো। গানের নাম " আকাশ প্রদীপ জ্বলে"। এ গানটিও দেশ মাতৃকা প্রসাদ রায়ের পছন্দের। চলুন, শোনা যাক।
বাংলাদেশের নারায়নগঞ্জের আলী সাহারদি থেকে এইচ, এম, তারেক তাঁর চিঠিতে আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু ভালো প্রস্তাব দিয়েছেন, এখন আমি আমাদের চাওয়া পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের অনুষ্ঠানে রুনা লায়লার কন্ঠে যে কোন একটি গান শুনতে চান। এখন আমরা তাঁর সঙ্গে ব্যথা দাও নামে রুনা লায়লার গাওয়া একটি গান শুনবো।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া-পাওয়া এখানেই শেষ হল। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি সুদূর পেইচিংয়ে আপনাদের চিঠির অপেক্ষা করছি। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
|