৩৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ২৫ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে এবং ২০০৬ সাল আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ধারাবাহিক বার্ষিক সম্মেলনের দ্বার উন্মোচিত হয়েছে।
এবারকার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে সংহতি, নমনীয় এবং একইকরণ আসিয়ান প্রতিষ্ঠা করা। সম্মেলনে সদস্য দেশগুলোর উন্নয়নের ব্যবধান কমানো, আসিয়ানের একইকরণ প্রক্রিয়া দ্রুত করা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হবে। এবারকার সম্মেলনে আসিয়ানের দশজন পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আসিয়ানের মধ্যে ভিসা বাতিল করার কাঠামো চুক্তি স্বাক্ষর করবেন।
২০০৬ সালের আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ধারাবাহিক বার্ষিক সম্মেলনের মধ্যে অন্তর্ভুক্ত আছে ৩৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন , সপ্তম আসিয়ান আর চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন, আসিয়ান আর সংলাপ অংশীদারিত্বের পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক সম্মেলন এবং ১৩তম আসিয়ান আঞ্চলিক ফোরাম ইত্যাদি।
|