১। বাংলাদেশের সিলেট জেলার কমলা বাড়ী গ্রামের কাজী মোঃ ফরিদ উদ্দিন (শরীফ) লিখেছেন, আমি একজন অন্ধ শ্রোতাকে সি আর আই ২০০৬ সালে তালিকাভুক্ত করার জন্য আমি খুব খুশি হয়েছি। এটাই হল আমার সবচেয়ে বড় পাওয়া। এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আরো খুশি হয়েছি সি আর আই থেকে প্রকাশিত আমি তুমি সে পত্রিকা এবং কেলেন্ডার , ভিউকার্ড সহ উপহার সামগ্রী পেয়ে। এই উপহার সামগ্রীগুলো হল আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কারন সি আর আই যে আমাকে এত আপন করবে আমি জানতাম না। ২০০৬ সালের মে মাসের ২ তারিখে এই উপহার সামগ্রীগুলো আমার হাতে পৌঁছেছে। আপনারা জানেন, ডাকপিয়ন যখন আমার হাতে ঐগুলি তুলে দিল আমি অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করলাম এবং সাথে সাথে অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে মুনাজাতের মধ্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম এবং আপনাদের জন্যও প্রার্থনা করেছি।
বন্ধু শরীফের কথা আমার মনে আছে, যখন তাহের সাহেব প্রথমবার টেলিফোনে তাঁর সাক্ষাত্কারনেন, তখন আমরা সবাই দেখেছি শরীফের কথার জন্য তাহেরের চোখে জল পড়েছে। অন্ধ হলেও আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ। আশা করি, আপনি নিজের শরীরের যত্ন নেবেন।
২। ঝিনাইদহ জেলার আশিয়ান হাইওয়ের সি আর আই লিসনার্স ক্লাবের এম বি জামান সিদ্দিকী কন্যা জায়া জননী অনুষ্ঠান সম্পর্কে লিখেছেন, এ অনুষ্ঠান সার্বজনীন। প্রতিটি মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে এ অনুষ্ঠানের কোন বিকল্প নেই। অর্থাত্ জীবন চলার প্রেরণা জোগাতে এক সাহসী প্রতীক অনুষ্ঠান কন্যা জায়া জননী সুন্দর এ অনুষ্ঠানের উপস্থাপক চুং শাও লীকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কামনা করি সি আর আই আরো সমৃদ্ধ হোক সুন্দর অনুষ্ঠান দিয়ে। সবার হৃদয় জয় করুক সি আর আই বাংলা অনুষ্ঠান । এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জীবন মান উন্নয়ন হোক এবং চীন বাংলাদেশ বন্ধুত্ব সৌহার্দ্য ও মৈত্রী আরও জোরদার হোক এ কামনা করছি।
চিঠির শেষে এম বি জামান সিদ্দিকী ম্যাডাম চুং এর একটি সাক্ষাত্কার প্রচারের অনুরোধ করেছেন। পরে আমরা তা ব্যবস্থা করবো। আপনার এই চিঠি আমি ম্যাডাম চুংকে দেখাবো।
৩। ফরিদপুর জেলার মধুখালীর ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী এম এম গোলাম সারোয়ার তাঁর বিয়ের দুটি ছবি পাঠিয়েছেন, তা আমি পেয়েছি, ধন্যবাদ। যদি আপনি রাজি হন, তাহলে এই ছবি আমরা ওয়েবসাইটে দেবো কি রাজী তো?
চিঠিতে তিনি গেল সপ্তাহ অনুষ্ঠান নিয়েও কিছু মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, "গেল সপ্তাহ" অনুষ্ঠান একটি চমত্কার বাংলা অনুষ্ঠান। আমি এই অনুষ্ঠানটি নিয়মিতভাবে শুনে আসছি। এই অনুষ্ঠানের মাধ্যমে বিগত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনাগুলো জানতে পারি। যা সাধারণত খবরে বলা হয় না। গেল সপ্তাহ অনুষ্ঠান শুনে মনে হয়, চলমান বিশ্বের একদম টাটকা খবর। আমি এই অনুষ্ঠানটি খুব পছন্দ করি। কারণ গেল সপ্তাহ অনুষ্ঠানে এমন সব আন্তর্জাতিক খবর পরিবেশন করা হয় , যা শুনে অন্যান্য আন্তর্জাতিক বেতারের সমকক্ষতাই মনে হয়। যদিও সি আর আই বেতারের খবরে আন্তর্জাতিক প্রসঙ্গ তুলনামূলক কম স্থান পায়। এই অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমি অনুষ্ঠানটি আগামী নতুন অনুষ্ঠানসূচিতে বহাল রাখার পক্ষে মতামত ব্যক্ত করছি।
বন্ধু এম এম গোলাম সারোয়ারকে সুখবর জানাচ্ছি যে, আমাদের নতুন অনুষ্ঠানসূচিতে গেল সপ্তাহ অনুষ্ঠানকে বহাল রেখেছি। আপনি আগের মতো প্রতি সোমবার এই অনুষ্ঠান শুনতে পারবেন।
|