চীন ও রাশিয়ার জলযাত্রা কলেজের মধ্যে প্রথম গ্রীষ্মকালীন শিবির সংক্রান্ত কার্যক্রম ২৫ জুলাই সকালে উত্তর চীনের বন্দর নগরী তা লিয়েন শহরে উদ্বোধন করা হয়। এবারকার গ্রীষ্মকালীন শিবির এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের বেশির ভাগই হচ্ছে দু'দেশের জলযাত্রা বিভাগের ছাত্রছাত্রী ।
এবারকার কার্যক্রম হচ্ছে চীনের "রাশিয়া বছর"-এর একটি গুরুত্বপূর্ণ দিক। চীন ও রাশিয়ার যৌথ উদ্যোগে দু'দেশ আশা করে,দু'দেশের জলযাত্রা কলেজের মধ্যে আদানপ্রদান ও সহযোগিতা সামনে এগিয়ে যাবে, যাতে পরবর্তী সময়ে দু'দেশের জলযাত্রা কার্যক্রমের উন্নয়নে আরো অবদান রাখা যায়।
গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠান চলাকালীন সময় দু'দেশের ছাত্রছাত্রী জলযাত্রার ওপর বিশেষ নৈপূণ্য প্রদর্শন করেন এবং জাতীয় সাংস্কৃতিক প্রদর্শন ক্ষেত্রের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয়।
|