দক্ষিণ কোরিয়াস্থ জাতিসংঘের সংবাদদাতা বলেছেন, ২৪ জুলাই জাতিসংঘের নতুন মহাসচিবের পদে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রথম ভোটদানে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কি মুনের অবস্থান প্রথম স্থানে রয়েছে।
জানা গেছে, বান কি মুন ১২টি দেশের সমর্থনের, একটি দেশের অসমর্থনের এবং দুটি নিরপেক্ষ দেশের টিকিট পেয়েছেন। বর্তমানে তিনি ভারতের শশি থারুর , থাইল্যান্ডের সুরাকিয়ার্ভ সাথিরাথাই এবং শ্রীলংকার জয়স্থ ধানাপালা'র সমর্থনের পাল্লাও তার পক্ষে রয়েছে।
নিরাপত্তা পরিষদের চলতি মাসের পালাক্রমিক চেয়ারম্যান ,জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি ভোটদানের পর একটি সংবাদ সম্মেলনে বলেছেন, এবারই হচ্ছে অনানুষ্ঠানিক ভোটদান।
|