২৫ জুলাই আসিয়ানের ১০টি সদস্য দেশের পররাষ্ট্র মন্ত্রী কুয়ালা লামপুরে একটি যৌথ বিবৃতিতে বলেছেন যে , তাঁরা মধ্য-প্রাচ্য পরিস্থিতি এবং হিংসাত্নক তত্পরতার অবনতির ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ।
বিবৃতিতে সন্ত্রাস , হিংসাত্মক ও ধ্বংসাত্মক তত্পরতার নিন্দা করা হয়েছে । নিরিহ মানুষকে হত্যা করা এবং অবকাঠামোর ওপর হামলা চালানোর নিন্দাও করা হয়েছে এবং সরকারী কর্মকর্তাকে গ্রেফতার ও অপহরণ করার মত আচরণের নিন্দাও করা হয়েছে ।
বিবৃতিতে বিভিন্ন পক্ষের প্রতি সংযম বজায় রাখা এবং পরিস্থিতির অবনতি এড়ানোর আহ্বান জানানো হয়েছে ।
বিবৃতিতে বিভিন্ন পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার দাবিও জানানো হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে মধ্য-প্রাচ্যে ন্যায় , দীর্ঘস্থায়ী ও সার্বিক শান্তি বাস্তবায়নের তত্ত্বাবধান করার তাগিদও দেয়া হয়েছে ।
|