গত রবিবার ইন্দোনেশিয়ার পূর্বাংশে অবস্থিত সুলাওয়েসি দ্বীপে প্রবল ভূমিকম্প হয়েছে । তবে ভূমিকম্পে কোনো জলোচ্ছ্বাস হয় নি । সংগে সংগে ইন্দোনেশিয়া সরকার বিপর্যয় সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে যাতে জনসাধারণ অহেতুক আতংক থেকে রেহাই পাওয়া যায় ।
সুলাওয়েসি দ্বীপে প্রবল ভূমিকম্প হওয়ার পর মার্কিন ভূমিকম্প তদারক ও জরীপ সংস্থা সর্বপ্রথমে ঘোষণা করেছে যে, সেখানে রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছে । তারপর ইন্দোনেশিয়া এই ভূমিকম্পকে রিখটার স্কেলে ৬.৬ মাত্রার বলে ঘোষণা করেছে । ভূমিকম্পে হতাহতের কোনো রিপোর্ট এখনো জানা যায় নি । তবে স্থানীয় সরকার দ্বীপটির উপকূলীয় অধিবাসীদেরকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার জন্যে বলেছে ।
বর্তমানে ইন্দোনেশিয় সরকার লাম্পুং প্রদেশে ভূমিকম্প পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে এবং তার নিকটবর্তী জলসীমায় জলোচ্ছ্বাস পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে ।
|