 ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মামলার প্রধান এটর্নী জাফর আল-মুসাওই ২৩ জুলাই বাগদাদে বলেছেন , একটানা বহুদিন ধরে অনশনে থাকার পর সাদ্দাম হোসেন গত রবিবার চিকিত্সা নেয়ার জন্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ।
মুসাওই বলেছেন, রবিবার তিনি সাদ্দাম ও অন্য ৭জন অভিযুক্ত ব্যক্তিকে আটক রাখা জেলখানায় গিয়েছেন । একটানা ১৬ দিন ধরে অনশনে থাকার জন্যে সাদ্দামের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় । মুসাওই জানান , সাদ্দামকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাঁকে খাবার খেতে বাধ্য করা হয়েছে । তিনি আরো বলেন , ২৪ জুলাই সাদ্দাম আদালতে উপস্থিত থাকতে পারবেন না । তবে মার্কিন বাহিনীর একজন মুখপাত্র বলেছেন , সাদ্দামের শারীরিক অবস্থা আদালতে উপস্থিত থাকার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে না ।
গত রবিবার ইরাকের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বিস্ফোরণমূলক ঘটনা ঘটেছে । এতে কমপক্ষে ৫৭জন লোক নিহত হয়েছে
|