v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-24 15:21:27    
স্বেচ্ছাসেবক হিসেবে চীনের বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীরা পশ্চিমাঞ্চলে কাজ করতে যাচ্ছেন

cri
    সম্প্রতি চীনের কেন্দ্রীয় সংখ্যালঘু জাতি বিশ্ববিদ্যালয়ের অতিব্বতী স্নাতক ছাত্রছাত্রীদের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে কাজ করতে যাওয়ার বিদায়-সংবর্ধনা অনুষ্ঠান পেইচিংয়ে আয়োজিত হয়েছে। হেলোংচিয়াং, অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল,হোবেই, হোনান ইত্যাদি নয়টি প্রদেশের ৪২জন অতিব্বতী ছাত্রছাত্রী তিব্বত অঞ্চলে গিয়ে কাজ করবেন।

    আজকের শিক্ষার আলো অনুষ্ঠানে আমি আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের পশ্চিমাঞ্চলে যাওয়া সন্বন্ধে একটি প্রতিবেদন শোনাচ্ছি।

    কেন্দ্রীয় সংখ্যালঘু জাতি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের প্রতিনিধি লি সিয়াও তোং বলেছেন, তাঁরা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে গিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, যাতে নিজের বিদ্যা আর শক্তি দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখা যায়।

সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, চীনের কমিউনিষ্ট পার্টি প্রতিষ্ঠার ৮৫তম বার্ষিকী উদযাপনের আগে পেইচিংয়ের অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক স্নাতক ছাত্রছাত্রীদের অনেকেই পশ্চিমাঞ্চলে কাজ করতে যাওয়ার ব্যাপারে উত্সাহ ব্যঞ্জক পরিস্থিতি ছিল।

    এ পর্যন্ত পিকিং বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের মধ্যে ৪৮জন স্বেচ্ছাসেবক পশ্চিমাঞ্চলে গিয়ে কাজ করার চুক্তি স্বাক্ষর করেছেন। এই ৪৮জন কৃতী ছাত্রছাত্রীর মধ্যে ১৮জন স্নাতক ছাত্রছাত্রী, ৩০জন স্নাতকোত্তর ছাত্রছাত্রী (তাদের মধ্যে ছয়জন ডক্টরেট ডিগ্রী ধারী )। তাঁরা ২০টি ইনস্টিটিউটের ৩৩টি বিভাগ থেকে এসেছেন। তাঁদের মধ্যে বেশির ভাগ লোক দেশের সুবিশাল পশ্চিমাঞ্চলের সরকারী সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান,সংবাদ মাধ্যম, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান, চীনের রাসায়নিক শিল্পপ্রতিষ্ঠান, চীনের পেট্রোলিয়াম শিল্পপ্রতিষ্ঠান, চীনের প্রকৌশল-পদার্থবিদ্যা গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছেন। উল্লেখ্য, তাঁদের মধ্যে ১২জন স্নাতক ছাত্রছাত্রী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল, অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল, কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল, কানসু , ছিংহাই, ইয়ুননান সাতটি প্রদেশ আর অঞ্চলে কাজ করবেন।

    কেন্দ্রীয় সংখ্যালঘু জাতি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি সংবাদদাতাদের সাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, স্নাতক ছাত্রছাত্রীরা যাতে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সম্পর্কে আরো বেশি জানতে এবং সেখানে ভালভাবে কাজ করতে পারেন, তার জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বক্তৃতা দেয়ার অনুষ্ঠানে তিব্বতের কমিউনিষ্ট পার্টির সাবেক সাম্পাদক ইন ফাথাংকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে। তিনি ছাত্রছাত্রীদের কাছে বহুবছর ধরে তিব্বতের উন্নয়নের গঠনমূলক কাজে নিয়োজিত একজন প্রবীন কর্মী হিসেবে বক্তৃতা দিয়েছেন। তাছাড়া, তিব্বত অঞ্চলের আলি এলাকায় বহুবছর ধরে কাজে নিয়োজিত শিক্ষকরা তাঁদের তিব্বতী ভাষা শেখার অভিজ্ঞতা , তিব্বতের পরিস্থিতি ও তিব্বতীদের রীতিনীতি বা প্রথা সম্পর্কে ছাত্রছাত্রীদেরজন্য ব্যাখ্যা করেছেন। বক্তৃতা শোনার পর বেশি ভাগ ছাত্রছাত্রী বলেছেন, তাঁরা নিজের বাস্তব তত্পরতার মাধ্যমে তিব্বতের উন্নয়নের জন্য অবদান রাখতে ইচ্ছুক।

    জানা গেছে, সম্প্রতি ২০০৬ সালে চীনের বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের স্বেচ্ছাসেবক হিসেবে পশ্চিমাঞ্চলে কাজ করতে যাওয়ার পরিকল্পনায় সারা দেশের মোট ৫৫ হাজার তিন শো ৪৭জন স্নাতক ছাত্রছাত্রী সেখানে চাকরি করার জন্য আবেদন জানিয়েছে। এখন নাম দেয়ার কাজ শেষ হয়েছে। এবার পশ্চিমাঞ্চলে কাজ করতে যাওয়ার জন্য নাম দেয়া ছাত্রছাত্রীর সংখ্যা গত বছরের চেয়ে ৩৩৫৩জন বেশি।

    উল্লেখ্য, চলতি বছরে পশ্চিমাঞ্চলে কাজ করতে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা শুধু যে গত বছরের চেয়ে বেড়েছে তা নয়, বরং ছাত্রছাত্রীদের মানও উন্নত হয়েছে। পশ্চিমাঞ্চলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার এই প্রকল্প স্নাতক ছাত্রছাত্রীদের তৃণমূল পর্যায়ে কাজ ও পরিসেবা করার জন্য উত্সাহ দেয়ার ব্যাপারে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করছে।