v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-24 14:29:36    
১৭--২৪ জুলাই, ২০০৬

cri
চীনের প্রেসিডেন্ট হু চিনথাও রাশিয়ার সেণ্ট-পিটার্সবার্গে জি-৮ এবং উন্নয়নমূখী দেশের নেতাদের সংলাপে অংশ নেয়ার পর ১৮ জুলাই পেইচিংয়ে ফিরে এসেছেন।

১৭ জুলাই অনুষ্ঠিত সম্মেলনে হু চিনথাও প্রধানত বিশ্বের শক্তি সম্পদের নিরাপত্তা সমস্যা নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি পারস্পরিক কল্যাণের সহযোগিতা, বৈচিত্র্যময় উন্নয়ন, সমন্বিত নিশ্চয়তা ব্যবস্থা প্রতিষ্ঠা ও বাস্তাবয়নের প্রস্তাব দিয়েছেন। একই দিন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট জন্যাক শিরাক ও ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদির সঙ্গে বৈঠক করেছেন, এবং পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তিন পক্ষীয় বৈঠক করেছেন।

চীন, রাশিয়া ও ভারত তিন দেশের নেতাদের বৈঠকে হু চিনথাও বলেছেন, তিন দেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পারস্পরিক সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে, এবং কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। তিন দেশের অর্থনীতি ও সমাজ দ্রুতভাবে উন্নত হচ্ছে। তিন দেশের উচিত সুযোগ কাজে লাগিয়ে তিন পক্ষের সহযোগিতা গভীর করা।

হু চিনথাও চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো ও কাঙ্গো প্রজাতন্ত্র এ ছয়টি উন্নয়নমূখী দেশের নেতাদের বৈঠকে অংশ নিয়েছেন, এবং চীনের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ও আন্তর্জাতিক উন্নয়নের সহযোগিতা সংশ্লিষ্ট প্রস্তাব এবং চীন-দক্ষিণ আফ্রিকা সহযোগিতার অবস্থা ব্যাখ্যা করেছেন।

ওয়েন চিয়াপাও-এর দুর্গত এলাকা পরিদর্শন

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ২২ জুলাই বন্যাকবলিত হুনান প্রদেশে বন্যা প্রতিরোধ ও ত্রাণকাজ পরিদর্শন করেছেন । তিনি বিভিন্ন স্তরের গণ সরকারকে দুর্গত জনসাধারণের খাওয়া-দাওয়া , থাকা, পানীয় জল ও চিকিত্সা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন ।

অতি উষ্ণমন্ডলীয়ঝড়ের প্রভাবে চীনের হুনান , ফুচিয়েন , কুয়াংতুং, কুয়াংসি প্রভৃতি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে অতি বৃষ্টিজনিত কারণে এবছর সবচেয়ে গুরুতর বন্যা হয়েছে । এর মধ্যে হুনান প্রদেশেরঅবস্থা সবচেয়ে গুরুতর । হুনান প্রদেশের দুর্গত লোক সংখ্যা ৬০ লক্ষেরও বেশি হয়ে দাঁড়িয়েছে ।

দুই তীরের সরাসরি মালবাহী প্রথম ফ্লাইট তাইপেই থেকে শাংহাই যাবে

তাইওয়ান প্রণালীর দুই তীরের প্রত্যক্ষমালবাহী ফ্লাইট চালু হবে । প্রথম মালবাহী বিমান ১৯ জুলাই শাংহাইয়ের উদ্দেশ্যে তাইপেই থেকে রওয়ানা হবে।

এর আগে তাইওয়ানের বিমানে মাল পরিবহনের জন্য প্রথমে হংকংয়ে পাঠানো হতো । তার পর মূলভূভাগ বা হংকং বিমান চলাচল কোম্পানির ফ্লাইটের মাধ্যমে তা শাংহাইয়ে পাঠানো হতো । বিশ্লেষকরা মনে করেন যে , দুই তীরের সরাসরি মালবাহী ফ্লাইট চালু হওয়ায় মাল পরিবহনের সময় ও খরচ কমাবে । এটা দুই তীরের আর্থ-বাণিজ্যিক আদান প্রদান ত্বরান্বিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে ।

এবারকার দুই তীরের মাল পরিবহনের জন্য মোট ৫টি সরাসরি ফ্লাইট চালু করা হবে । প্রত্যেক ফ্লাইটের সময় ৩ ঘন্টা । তাইওয়ানের 'চুংহুয়া বিমান কোম্পানি' এবারকার প্রথম সরাসরি মালবাহী ফ্লাইটের কর্তব্য বহন করবে । ফ্লাইটটি ১৯ জুলাই রাত ১০টায় তাইপে থেকে ছাড়বে এবং ২০ জুলাই ভোরে শাংহাইয়ের ফু তুং আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে ।

১৫জন বিদেশী ছাত্র " চীনা ভাষার দূতের" সম্মানে ভূষিত

পঞ্চম " চীনা ভাষার সেতু" বিশ্ব কলেজ ছাত্রদের চীনা ভাষার প্রতিযোগিতার ফাইনাল গত শনিবার চীনের রাজধানী পেইচিংয়ে সমাপ্ত হয়েছে। ১৫জন বিজয়ী " চীনা ভাষার দূতের" সম্মানে ভূষিত হয়েছেন । সংগে সংগে তারা চীনে লেখাপড়ার বৃত্তি লাভ করেছেন ।

৪৯টি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ১০১জন ছাত্র চলতি "চীনা ভাষার সেতু" শীর্ষক চীনা ভাষা প্রতিযোগিতার ফাইনালে অংশ নিয়েছেন । তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় তারা ভাষণ দান , জ্ঞান সংক্রান্ত প্রশ্নের উত্তর ও নৈপুণ্য প্রদর্শনের দিক থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং চীনা দর্শকদের কাছে তাদের অপূর্ব চীনা ভাষার মান দেখিয়ে দেন ।

উদ্যোক্তারা বলেছেন , এই প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশের চীনা ভাষা অধ্যয়ণকারীদের জন্যে তাদের চীনা ভাষার মান প্রদর্শনের একটি সুযোগ দেয়া যাতে চীনা ভাষা তাদের যোগাযোগের সেতুতে পরিণত হতে পারে ।

কলকাতায় চাইনিজ সেন্টার চালু

কলকাতার নিউটাউনের অ্যাক্সিসভাবনে চাইনিজ সেন্টার চালু হয়েছে। এসেন্টারের আয়তন ৭৫ হাজার বর্গফুট। চাইনিজ সেন্টারে বিশেষত তথ্য যোগাযোগ প্রযুক্তিসহ(আইসিটি) বিভিন্ন চীনা পণ্য প্রদর্শিত হবে। বেঙ্গল পারলেস হাউজিং ডেভেলপয়েন্ট কোম্পানী লি.১৯ জুলাই এ ঘোষণা দিয়েছে।

এ উপলক্ষে একই দিন বিকালে রাজধানীর ওবেরয় হোটেলে একটি অনুষ্ঠানর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সুন ইউশি উপস্থিত ছিলেন।

কলকাতার অ্যাক্সিস ভবনে চাইনিজ সেন্টার প্রতিষ্ঠা চীন-ভারত ব্যবসায়ী সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক। এ সেন্টার এক বিপুল ক্রেতা গোষ্ঠীর কাছে নিজেদের পণ্য সামস্রী উপস্থাপনের জন্য চীনা ব্যবসায়ীদের চমত্কার সুযোগ যুগিয়ে দেবে।

মুম্বাইয়ের পুলিশ ট্রেনে হামলারতিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে

নয়াদিল্লী টেলিভিশন কেন্দ্রের ২১ জুলাইয়ের একটি খবরে বলা হয়েছে , মুম্বাইয়ের পুলিশ ইতোমধ্যে মুম্বাইয়ের বোমা বিস্ফোরণ ঘটনার তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । ১১ জুলাই ট্রেনেধারাবাহিক বোমাবিস্ফোরণ ঘটার পর পুলিশ এই প্রথম সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তার করা তিনজনের মধ্যে একজন মুম্বাইয়ের লোক , বাকী দুজন বিহার অঙ্গরাজ্যের । পুলিশ তাদের মধ্যে একজনের কাছে আধা কিলোগ্রাম বিস্ফোরক পদার্থ পেয়েছেন । জানা গেছে , তারা তিনজনই লসকর-ই-তৈয়বা ইসলামিক সশস্ত্র সংগঠনের সদস্য ।

১১ জুলাই সন্ধ্যায় ভারতের মোম্বাই শহরের উপকন্ঠে ট্রেনেপর পর সাতবার বোমা বিস্ফোরণ ঘটেছে , এতে ১৯০জন নিহত ও ৬শ'জন আহত হয়েছেন । মহারাষ্ট্র অঙ্গরাজ্যের পুলিশপ্রধান পাসরিকা ১২ জুলাই বলেছেন , লসকর-ই-তৈয়বা ইসলামিক সশস্ত্র সংগঠন মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে , তবে এই সংগঠন তা' অস্বীকার করেছে ।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প এবং জলোচ্ছ্বাসে ৬৫৪ জন নিহত

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ব্যুরোর একজন কর্মকর্তা ব্যাখ্যা করে বলেছেন, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণাঞ্চলে ভারত মহাসাগরের জলসীমায় ১৭ জুলাই সংঘটিত ভূমিকম্প এবং জলোচ্ছ্বাসে ৬৫৪ জন নিহত, ৩২৯ জন নিখোঁজ এবং ৯৭৮ জন আহত হয়েছেন। প্রায় এক লক্ষ মানুষ গৃহহারা হয়েছেন।

মধ্য জাভা, পশ্চিম জাভা এবং জাকার্তা এ তিনটি প্রদেশের মধ্যে পশ্চিম জাভা প্রদেশের ক্ষয়ক্ষতির অবস্থা খুবই গুরুতর। বর্তমানে উদ্ধারকারীরা দুর্গত অঞ্চলে নিহতদের খুঁজে বেড়াচ্ছে। নিহতদের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

২২ জুলাই লেবানন ও ইস্রাইলের সংঘর্ষ একাদশ দিনে প্রবেশ করেছে। ইস্রাইলীবাহিনী দক্ষিণ লেবাননের কয়েকটি টেলিযোগাযোগ ঘাঁটি ও টেলিভিশন টাওয়ারের উপর বিমান আক্রমণ চালিয়েছে ।

একই দিন লেবাননী প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা জানিয়েছেন , সরকার এখন হেজবুল্লার সঙ্গে যোগাযোগ করছে এবং হেজবুল্লাকে ইস্রাইলীবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতি পালন করতে তাগিদ দেবে । কিন্তু তিনি বলেছেন , লেবাননীবাহিনী ইস্রাইলের হামলায় আক্রান্ত হলে তারা পাল্টা আক্রমণ চালাবে।

একই সময় ইরান বলেছে , ইরানের সামরিক শক্তি লেবানন-ইস্রাইল সংঘর্ষে হস্তক্ষেপ করবে না , কিন্তু ইরান অব্যাহতভাবে লেবাননের পক্ষেরাজনৈতিক ও কুটনৈটিক সমর্থন দিয়ে যাবে । জর্দান ও ফ্রান্স পুনরায় লেবানন ও ইস্রাইলকে অবিলম্বে সার্বিক যুদ্ধবিরতি পালনের আহবান জানিয়েছে এবং উল্লেখ করেছে যে , যুদ্ধবিরতি পালনের মাধ্যমে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব। জার্মানি বলেছে , জার্মানি রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধানের প্রচেষ্টা চালাবে এবং সর্বশক্তি দিয়ে লেবানন ও ইস্রাইলের মধ্যে যুদ্ধবিরতি পালনের জন্যে শর্ত সৃষ্টি করবে ।

তাছাড়া ই ইউ , জর্দান, রাশিয়া , ফ্রান্স, বৃটেন , নেডারল্যান্ডস, অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ লেবাননের কাছে জরুরী মানবতাবাদী সাহায্য দেয়ার কথাও ব্যক্ত করেছে ।

ইরান পরমাণু জ্বালানী উত্পাদন করবে এবং ছয় দেশের প্রস্তাবে সাড়া দেবে

২০ জুলাই ইরান ঘোষণা করেছে যে, সে নিজের ভূখন্ডে পরমাণু জ্বালানী উত্পাদন করবে, এবং ২২ আগস্ট যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীর সংশ্লিষ্ট প্রস্তাবে সাড়া দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

ইরানের পরমাণু আলোচনার প্রধান প্রতিনিধি আলি লারিজানি একই দিন একটি ঘোষণায় এ কথা বলেছেন। তিনি বলেছেন, ইরান আলোচনার মাধ্যমে মতভেদ দূর করতে এবং সমস্যা সমাধান করতে ইচ্ছুক, কিন্তু যুক্তরাষ্ট্র আলোচনার জন্যে বাধা সৃষ্টি করছে। এক্ষেত্রে যদি বৈরিতা সম্মুখীন হয়, তাহলে ইরান নিজের পরমাণু নীতি আবার বিবেচনা করবে।

একই দিন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী ই ইউ'র পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু সমস্যা সংশ্লিষ্ট প্রস্তাবের একটি খসড়া উত্থাপন করেছে, এবং নিরাপত্তা পরিষদে তা যথাশীঘ্র গৃহীত হওয়ার আশা প্রকাশ করেছে। খসড়ায় ইরানকে গবেষণা ও অনুসন্ধানসহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংশ্লিষ্ট সকল তত্পরতা বন্ধ করার তাগিদ দেয়া হয়েছে। খসড়ায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালকের প্রতি আগস্ট মাসের শেষ দিকে ইরানের সঙ্গে সহযোগিতা করা এবং এ প্রস্তাব বাস্তবায়নের পরিস্থিতি সংশ্লিষ্ট রিপোর্ট উত্থাপন করার দাবি জানানো হয়েছে।