বিশ্ব ব্যাংকের ঋণ ব্যবহারকারী চীনের পশু পালন শিল্পের বৃহত্তম প্রকল্প - উত্তর-পূর্ব চীনের হেইলুং চিয়াং প্রদেশের দুগ্ধ ঘাঁটি নির্মাণের প্রকল্প এখন বাস্তবায়নের পথে রয়েছে । এই প্রকল্পের জন্যে মোট ১.৪৮ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হবে । এর মধ্যে বিশ্ব ব্যাংক ৮০ কোটি ইউয়ান ঋণ দেবে ।
জানা গেছে , এই প্রকল্প অনুযায়ী হেইলুং চিয়াং প্রদেশে বিভিন্ন উন্নত জাতের কিছু গাভী প্রদর্শনমূলক খামার নির্মাণ করা হবে । আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে উত্কৃষ্ট এইসব গাভী কেনা হবে , গাভীর শংকর পদ্ধতির সংস্কার পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে এবং হেইলুং চিয়াং প্রদেশের দুধের উত্পাদন বাড়ানো হবে । ১০ হাজার গাভী পালনকারী কৃষক এই প্রকল্প থেকে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে ।
উল্লেখ্য যে, হেইলুং চিয়াং প্রদেশের দুগ্ধ শিল্পের উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে । গত বছরের শেষ নাগাদ এই প্রদেশের পালিত উন্নত জাতের গাভীর সংখ্যা ১৬ লাখে দাঁড়িয়েছে । দুগ্ধ শিল্প ইতিমধ্যে কয়েকটি জেলার মেরুদন্ড স্থানীয় শিল্প ও কৃষকদের আয় বৃদ্ধির একটি চালিকা শক্তিতে পরিণত হয়েছে ।
|