২১ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য সমস্যা নিয়ে একদিনব্যাপী তর্কবিতর্ক হয়েছে । চল্লিশেরও বেশি দেশের প্রতিনিধিরা পরপর বক্তৃতা দিয়েছেন । এর মধ্যে বেশির ভাগ দেশের প্রতিনিধিরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে অনতিবিলম্বে যুদ্ধবিরতি পালনের আহবান জানিয়েছেন । কিন্তু ইস্রাইলও মার্কিন প্রতিনিধিরা বলেছেন , মধ্যাপ্রাচ্যের স্থায়ী শান্তি বাস্তবায়নেরসর্বপ্রথম পূর্বশর্ত হল পুরোপুরিভাবে লেবাননের হেজবুল্লাহকেনিরস্ত্রীকরণ করা ।
একই দিনের সভায় চীন , রাশিয়া , বৃটেন , ফ্রান্স সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে সংযম বজায় রাখার আহবান জানিয়েছেন ।
জাতিসংঘস্থ লেবাননের স্থায়ী প্রতিনিধি নুহাদ মাহমুদ বলেছেন , মধ্যপ্রাচ্য অঞ্চলে সংকট দেখা দেয়ার কারণ হল সংশ্লিষ্টপক্ষগুলোরআন্তর্জাতিক আইন লংঘন করা । তাই তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সিদ্ধান্ত পালন করতে অস্বীকার করে ।
জাতিসংঘে ইস্রাইলের স্থায়ী প্রতিনিধি দান গিলার্মান বলেছেন , স্থায়ী শান্তি বাস্তবায়নের প্রথম গুরাত্বপূর্ণ পদক্ষেপ হল হেজবুল্লাহ অনতিবিলম্বে গ্রেফতারকৃত ইস্রাইলী সৈন্যকে ছেড়ে দেয়া , হেজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা এবং লেবাননী সরকারকে সম্পূর্ণ সার্বভৌভাবে দায়িত্ব পালন করতে দেয়া ।
|