ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ব্যুরোর একজন কর্মকর্তা ব্যাখ্যা করে বলেছেন, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণাঞ্চলে ভারত মহাসাগরের জলসীমায় ১৭ জুলাই সংঘটিত ভূমিকম্প এবং জলোচ্ছ্বাসে ৬৫৪ জন নিহত, ৩২৯ জন নিখোঁজ এবং ৯৭৮ জন আহত হয়েছেন। প্রায় এক লক্ষ মানুষ গৃহহারা হয়েছেন।
মধ্য জাভা, পশ্চিম জাভা এবং জাকার্তা এ তিনটি প্রদেশের মধ্যে পশ্চিম জাভা প্রদেশের ক্ষয়ক্ষতির অবস্থা খুবই গুরুতর। বর্তমানে উদ্ধারকারীরা দুর্গত অঞ্চলে নিহতদের খুঁজে বেড়াচ্ছে। নিহতদের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে।
|