গত শুক্রবার ইসরাইল ও লেবাননের হেজবুল্লার সংঘর্ষ দশম দিনে প্রবেশ করেছে । নানা লক্ষণ থেকে দেখা গেছে, ইসরাইলী বাহিনী স্থল থেকে লেবাননের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ চালাতে পারে ।
শুক্রবার ইসরাইল লেবানন ও ইসরাইলের সীমান্ত বরাবর আরো বেশি সংখ্যক ট্যাংক ও স্থল বাহিনী মোতায়েন করেছে এবং ৫ হাজার বিকল্প সৈন্য তলব করার কথা ঘোষণা করেছে । ইসরাইলী বাহিনীর বিমানগুলো থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে বিলি করা প্রচারপত্রে স্থানীয় অধিবাসীদের প্রতি সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে । শুক্রবার ইসরাইলী বাহিনীর চীফ অব দি জেনারেল স্টাফ দান হালুজ বলেছেন , ইসরাইলী বাহিনী খুব সম্ভবত দক্ষিণ লেবাননে সীমিত স্থল আক্রমণ চালাবে যাতে ইসরাইলের নিরাপত্তার প্রতি হুমকীস্বরূপ হেজবুল্লার সশস্ত্র শক্তির ওপর আঘাত হানা যায় ।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লেবাননের প্রেসিডেন্ট রাহুদ শুক্রবার বলেছেন , ইসরাইলী বাহিনী লেবাননে প্রবেশ করলে লেবাননের সরকারী বাহিনী যুদ্ধে যোগ দেবে ।
শুক্রবার রাতে জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেছেন , ইসরাইলী বাহিনী লেবাননে প্রবেশ করলে তা মধ্যপ্রাচ্যের অত্যন্ত উত্তেজনাসংকুল পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলবে ।
|