চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েনছাও একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন , যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে জঙ্গী বিমান বিক্রি করতে রাজী হওয়ায় চীন যুক্তরাষ্ট্রের কাছে তার তীব্র নিন্দা জ্ঞাপনকরেছে ।
খবরে জানা গেছে , যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ৬৬টি এফ-১৬ জঙ্গী বিমান বিক্রি করতে রাজী হয়েছে ।
লিউ চিয়েনছাও বলেচেন , চীন সংশ্লিষ্ট খবর লক্ষ্য করেছে এবং এ নিয়ে মার্কিন পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে । মার্কিন পক্ষ নিষ্ঠার সঙ্গে তিনটি যুক্ত ইস্তাহার মেনে তাইওয়ানকে উপরোল্লেখিত জঙ্গী বিমান বিক্রি না করার জন্য চীন তাগিদ দেয় । যাতে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা এবং চীন-মার্কিন সম্পর্কের ক্ষতি না হয় ।
|