চীনের বাণিজ্যমন্ত্রী পো সিলাই ২১ জুলাই পেইচিংয়ে বলেছেন , চীন-আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চলের শুল্ক হ্রাস প্রক্রিয়া ত্বরান্বিত হবে । ২০১০ সাল নাগাদ চীন আসিয়ান থেকে যে পণ্যদ্রব্য আমদানি করবে তার মধ্যে ৯৩ শতাংশ পণ্যদ্রব্যশুন্য শুল্কের সুবিধা পাবে । একই সময়ে আসিয়ান দেশগুলো অনুরূপ ব্যবস্থা নেবে ।
বাণিজ্যমন্ত্রী পো সিলাই বলেছেন , পরবর্তী কয়েক বছর হবে মুক্ত বাণিজ্য অঞ্চল নির্মাণ করার গুরুত্বপূর্ণ সময় ।
চীন ও ১০টি আসিয়ান দেশের নেতাদের সঙ্গে স্বাক্ষরিত" পন্যদ্রব্যবাণিজ্য চুক্তি" আনুযায়ী বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষ গত বছরের ২০জুলাই থেকে সার্বিকক্ষেত্রে শুল্ক হ্রাস প্রক্রিয়া শুরু করেছে । গত বছর আসিয়ান দেশগুলোর প্রতি চীনের শুল্ক হার গড়ে ৯.৯শতাংশ থেকে ৮.১ শতাংশে নেমেছে । ২০১০ সাল নাগাদ পরস্পরের কাছে বেশির ভাগ পণ্যদ্রব্যের শুল্ক বাতিল করা হবে এবং মোটামুটিভাবে চীন-আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হবে ।
চীন-আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চলে সার্বিকভাবে শুল্কহ্রাস প্রক্রিয়া চালু হওয়ার এক বছরে চীন ও আসিয়ানের মধ্যে আমদানি ও রপ্তানি মূল্য উভয়ই ২০ শতাংশ বেড়েছে ।
|