আসিয়ানের ১০টি সদস্য দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা ২২ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি সম্মেলনের আয়োজন করেছেন। তাঁরা ২৪ জুলাই অনুষ্ঠিতব্য আসিয়ানের ঊন্নচলিশ তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের জন্যে প্রস্তুতি নিচ্ছেন।
বেরনামা থেকে জানা গেছে, এবারকার আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে:ঐক্য, নমনীয় ও একীভুক্তকরণ আসিয়ান প্রতিষ্ঠা করা। সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীল এবং অর্থনীতির সহযোগিতা সম্পর্কিত বিষয় আলোচনা করা হবে এবং আগামী ডিসেম্বর মাসে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য আসিয়ানের দ্বাদশতম শীর্ষসম্মেলনের জন্যে বিয়ষসূচি প্রণয়ন করা হবে। খবরে প্রকাশ, এবারকার পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের পর আসিয়ানের ত্রয়োদশতম আঞ্চলিক ফোরাম অনুষ্ঠিত হবে।
আসিয়ান ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হবে। এর সদস্যদের মধ্যে রয়েছে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই, কম্পুচিয়া, লাওস এবং ভিয়েতনাম।
|