চীনের উপপ্রধানমন্ত্রী চেন ফেই ইয়েন ২১ জুলাই পেইচিংয়ে জোর দিয়ে বলেছেন , পানির দূষণ ইতোমধ্যে অর্থনীতির প্রসারে বাধা দেয়া আর জনসাধারণের স্বাস্থ্য হানি করার একটি প্রধান কারণে পরিণত হয়েছে । সংশ্লিষ্ট বিভাগকে পানির দূষণ সমস্যার কঠিন পরিস্থিতি উপলব্ধি করতে হবে এবং পানি দূষণ সমস্যা সমাধান করতে হবে । রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় পানি দূষণ সংক্রান্ত একটি টেলিভিশন অধিবেশনে চেন ফেই ইয়েন এই কথা বলেছেন ।
তিনি আরো বলেছেন , পরবর্তীকালে দুষিত পানি নিঃসরণের পরিমান কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করতে হবে , দূষণসৃষ্টিকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে , প্রধান প্রধান নদীর পানি দূষণ সমস্যা সমাধান করতে হবে , শহরাঞ্চলের দূষিত পানি ও আবর্জনার প্রক্রিয়াকরণ কাজ জোরদার করতে হবে এবং পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ।
|