v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-21 19:23:40    
চীনের গ্রামাঞ্চলে সংস্কৃতি , বিজ্ঞান ও স্বাস্থ্য রক্ষার ব্যাপক তত্পরতা

cri
    ১৯৯৬ সাল থেকে চীনের প্রচার মন্ত্রণালয় প্রভৃতি বিভাগের উদ্যোগে সূচিত গ্রামাঞ্চলে সংস্কৃতি ,বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা এবং স্বাস্থ্য রক্ষার ব্যাপক তত্পরতা চীনের বিস্তীণ গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে । এই তত্পরতার মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞান কৃষকদের মধ্যে জনপ্রিয় করে তোলা হয়েছে , শহরের চিকিত্সকরা প্রত্যন্ত পাহাড়ী গ্রামে গিয়ে কৃষকদের চিকিত্সা করেছেন এবং উন্নত সংস্কৃতিও গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে । এসব তত্পরতা কোটি কোটি কৃষকের মন উষ্ণ করে তুলেছে ।

    কৃষি , গ্রামাঞ্চল ও কৃষকদের সমস্যা বরাবরই চীনের সংস্কার ও উন্নয়নের একটি মৌলিক সমস্যা । কোটি কোটি কৃষকের স্বচ্ছল জীবন না থাকলে সারা দেশের জনগণের স্বচ্ছল জীবন সম্ভব নয় । ব্যাপক গ্রামাঞ্চলের আধুনিকীকরণ না হলে সারা দেশের আধুনিকীকরণ হবে না । বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া কৃষির অগ্রগতির বিকল্প নেই । গ্রামাঞ্চলের উন্নয়নে সুযোগ্য ব্যক্তিরা হচ্ছে মূল স্থানীয় উপাদান । কৃষকদের উত্কর্ষ বাড়ানো হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার । ১৯৯৫ সালের অক্টোবর মাসে চীনের প্রচার মন্ত্রণালয় , সংস্কৃতি মন্ত্রাণালয় , কৃষি মন্ত্রণালয় প্রভৃতি ৮টি মন্ত্রণালয় যুক্তভাবে গ্রামাঞ্চলে সংস্কৃতি বিস্তারের অভিযান শুরু করে । এতে সন্তোষজনক ফল পাওয়া গেছে । ১৯৯৬ সালের শেষ দিকে সংস্কৃতি , কৃষি ও স্বাস্থ্য প্রভৃতি দশটি মন্ত্রণালয় গ্রামাঞ্চলে সংস্কৃতির বিস্তার অভিযান চালানোর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা এবং স্বাস্থ্য রক্ষা বিস্তারেরও অভিযান শুরু করে ।

    দশ বছরের মধ্যে এই অভিযানের উদ্যোক্তা বিভাগ প্রথম দিকের ৮টি থেকে এখনকার ১৪টিতে উন্নীত হয়েছে । নিখিল চীন নারী ফেডারেশন , চীনা কমিউনিস্ট যুব লীগের কেন্দ্রীয় কমিটি ও চীনের বিজ্ঞান ও প্রযুক্তি সমিতিও এই অভিযানে শামিল হচ্ছে ।

    কৃষকদের হাসির জন্যে এবং গ্রামাঞ্চলের প্রচুর ফলনের জন্যে চীনের সংস্কৃতি , বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য রক্ষা বিভাগের কর্মীরা প্রাথমিক স্তরে গিয়ে কঠোর পরিশ্রম করেছেন । তাদের নিরলস প্রচেষ্টায় গ্রামাঞ্চলে সংস্কৃতি , বিজ্ঞান ও স্বাস্থ্য রক্ষার বিস্তারের অভিযান প্রাণবন্ত বিকাশ লাভ করছে । তারা এখন এই অভিযানকে গ্রামাঞ্চলে চীনা কমিউনিস্ট পার্টির বিভিন্ন নীতি, কৃষির পেশাগত কাঠামোর বিন্যাস , কৃষকদের আয় বাড়ানো , কৃষকদের উত্পাদন ও জীবনের অসুবিধা দূর করা এবং জীবনযাত্রার পদ্ধতি উন্নত করার সঙ্গে সমন্বয় করেছেন । এই অভিযান আজ কৃষির প্রতি শিল্পের সমর্থন এবং গ্রামাঞ্চলের প্রতি শহরের সমর্থন করার একটি কার্যকরী উপায়ে এবং শহর ও গ্রামের সমন্বিত উন্নয়ন এবং কৃষক সাধারণের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের একটি গুরুত্বপূর্ণ বাহনে পরিণত করেছে ।

    বর্তমানে মোটের ওপর চীন শিল্প দিয়ে কৃষিকে সমর্থন করা এবং শহর দিয়ে গ্রামকে সমর্থন করার পর্যায়ে প্রবেশ করেছে । গ্রামাঞ্চলের আর্থ-সামাজিক বিকাশ নতুন পরিস্থিতি ও কর্তব্যের সম্মুখীন হচ্ছে । নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল গড়ে তোলার জন্যে ব্যাপক কৃষকের ক্রমবর্ধমান মানসিক ও সাংস্কৃতিক চাহিদা মেটানো , গ্রামাঞ্চলের সংস্কৃতি , বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা ও শিক্ষা উন্নয়ন করা এবং গ্রামাঞ্চলের স্বাস্থ্যমূলক ব্যবস্থা ও চিকিত্সা ব্যবস্থা উন্নত করা একান্ত প্রয়োজন ।

    গ্রামাঞ্চলে সংস্কৃতি , বিজ্ঞান ও স্বাস্থ্য রক্ষার বিস্তারের অভিযান আরো গভীরে নিয়ে যাওয়া , কৃষক সাধারণের মতাদর্শগত ও নৈতিক উত্কর্ষ , বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক উত্কর্ষ ও স্বাস্থ্যগত উত্কর্ষ বাড়ানো এবং গ্রামাঞ্চলের আর্থ-সামাজিক বিকাশের পরিসেবা করা একটি দীর্ঘস্থায়ী ও জরুরী কর্তব্য । চীনের সম্প্রীতিময় সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলার গতিধারায় এবং নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল নির্মাণের পথে এই গণকল্যাণমূলক প্রকল্প ক্রমশ প্রাণশক্তি পাচ্ছে ।

    গ্রামাঞ্চলে বইপুস্তক , অপেরা , চলচচিত্র , চিকিত্সা ও ওষুধ এবং বিজ্ঞান ও প্রযুক্তি পাঠানোর অভিযান চীনের বিস্তীর্ণ গ্রামাঞ্চলের জন্যে এনে দিয়েছে বসন্তের বৃষ্টি । এই অভিযানে অংশগ্রহণকারী কর্মীরা তাদের বাস্তব অনুশীলনের মাধ্যমে অনুভব করেছেন যে , সমৃদ্ধ সাংস্কৃতিক জীবন ও বৈজ্ঞানিক উত্পাদন পদ্ধতির প্রতি কৃষকদের আগ্রহ ও প্রত্যাশা কত গভীর । সঙ্গে সঙ্গে তারা অনুভব করছেন যে , সমাজের বিভিন্ন মহলের শক্তিকে এই অভিযানে শামীল করতে পারলেই কেবল গ্রামাঞ্চলের পশ্চাত্পদ অবয়বের পরিবর্তন করা যাবে ।

    চীন সরকারের আহবানে সাড়া দিয়ে গত দশ বছরে আরো বেশি সংখ্যক বিভাগ ও লোকজন এই অভিযানে অংশ নিতে শুরু করেছেন । পারস্পরিক সাহায্য করা এবং দারিদ্র্য মোচনে সহায়তা করা ইতোমধ্যে একটি নতুন রেওয়াজে পরিণত হচ্ছে ।

    এই অভিযানে শরীক লোকজনের সংখ্যা বাড়ার পাশাপাশি এই ক্ষেত্রে অর্থ বরাদ্দও বেড়ে চলেছে । আগে এই অভিযান চালানোর জন্যে অস্থায়ীভাবে টাকা যোগাড় করতে হতো । এখন তার জন্যে সরকার বিশেষ বাজেট তৈরি করে থাকে । আগে প্রধানত সরকারী বিভাগ অর্থ বরাদ্দ করতো । এখন সমাজের বিভিন্ন মহল টাকা যোগাড় করছে ।

    এই অভিযান চালানোর জন্যে প্রতি বছর চীনের প্রচার মন্ত্রণালয় ও কেন্দ্রীয় সভ্যতা কার্যালয় কয়েক কোটি ইউয়ান বরাদ্দ করে থাকে । সংস্কৃতি মন্ত্রণালয় প্রতি বছর ৩ কোটি ইউয়ান মূল্যের বইপুস্তক গ্রামাঞ্চলে পাঠায় । এই অভিযান চালানোর জন্যে কৃষি মন্ত্রাণালয় প্রতি বছর ৬০ লাখ ইউয়ান বরাদ্দ করে থাকে । শিক্ষা মন্ত্রণালয় ও চীনা কমিউনিস্ট যুব লীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতি বছরের গ্রীষ্মকালীন ছুটিতে লাখ লাখ ছাত্রছাত্রী গ্রামাঞ্চলে গিয়ে নানা ধরণের পরিসেবামূলক কাজে যোগ দেন ।

  "সাংস্কৃতিক প্রচার সক্রান্ত নিদর্শনমূলক প্রকল্প" বাস্তবায়নের জন্যে উত্তর চীনের হোপেই প্রদেশ প্রতি বছর বিশেষ খাতে সাড়ে ৯ কোটি ইউয়ান বরাদ্দ করে থাকে । গ্রামাঞ্চলে সাংস্কৃতিক বিস্তারের জন্যে দক্ষিণ চীনের কুয়াং তুং প্রদেশ প্রতি বছর সাগে ৪ কোটি ইউয়ান বরাদ্দ করে ।

    জনশক্তি ও আর্থিক শক্তির নিশ্চয়তা বিধানের কল্যাণে গ্রামাঞ্চলে সংস্কৃতি , বিজ্ঞান ও স্বাস্থ্য রক্ষার বিস্তার অভিযানের জন্যে নতুন নতুন বিষয়বস্তুও এনে দিয়েছে ।