এ বছর থেকে সারা দেশে "কৃষকদের লাইব্রেরি" প্রকল্প কার্যকরী করা হবে, যাতে কৃষকদের বই কেনা, ধার করা ও দেখার অসুবিধা সমাধান করা যায়।
চীনের জাতীয় সংবাদ ও প্রকাশনা ব্যুরোর মহাপরিচালক লোং সিনমিন বলেছেন, "একাদশ পাঁচসালা পরিকল্পনার" আওতায় চীনে "কৃষকদের লাইব্রেরি" প্রকল্প কার্যকরী করা হবে এবং চীনের গ্রামে ২ লক্ষ "কৃষকদের লাইব্রেরি" প্রতিষ্ঠিত হবে।
"কৃষকদের লাইব্রেরি"প্রতিষ্ঠার মানদন্ড হচ্ছে: প্রতি লাইব্রেরিতে কমপক্ষে এক হাজার বই, ৩০ ধরণের সাময়িক পত্রিকা এবং একশ ধরণের অডিও ভিডিও পণ্য থাকবে।
|