গ্রাম পর্যটনের উন্নয়ন দ্রুততর করার জন্যে চীনের জাতীয় পর্যটন ব্যুরোর গ্রামের পর্যটন উন্নয়নের লক্ষ্য উপস্থাপন করেছে। তা হচ্ছে: ২০১০ সাল নাগাদ সারা দেশে ১০০টি পর্যটন বিষয়ক বিশেষ জেলা, এক হাজারটি বিশেষ থানা, দশ হাজারটি বিশেষ গ্রাম প্রতিষ্ঠা করা, যাতে সমাজতান্ত্রিক নতুন গ্রাম নির্মাণের কাজে অবদান রাখা যায়।
১৮ জুলাই অনুষ্ঠিত জাতীয় পর্যটন কর্ম আলোচনা সভায় চীনের জাতীয় পর্যটন ব্যুরো "গ্রাম পর্যটন উন্নয়ন ত্বরান্বিত করা সম্পর্কিত পথনির্দেশক প্রস্তাব দাখিল করেছে। এই প্রস্তাব অনুযায়ী ২০১০ সাল নাগাদ চীনে প্রতি বছর গ্রাম পর্যটন ক্ষেত্রে সাড়ে ৩ লক্ষ লোক কর্মসংস্থানের সুযোগ পাবে। প্রতি বছরে পর্যটন থেকে উপার্জন পাওয়া কৃষকদের মাথা পিছু নিট আয় ৫% শতাংশ বৃদ্ধি পাবে।
|