চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য লোওকেন ২১ জুলাই পেইচিংয়ে সফররত জাপানের আইন বিষয়ক মন্ত্রী সু জিউরা সেইকেনের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন আইন ও আইন বিচার ক্ষেত্রে দু'দেশের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
লোওকেন বলেছেন, চীন সরকার চীন-জাপান সম্পর্কের উপর গুরুত্ব দেয় এবং "চীন ও জাপানের যৌথ বিবৃতি"সহ তিনটি দলিলপত্রে নির্ধারিত বিভিন্ন নীতির ভিত্তিতে ইতিহাস থেকে শিখা এবং ভবিষ্যতের সম্মুখীন হওয়ার" মনোভাব নিয়ে দু'দেশের শান্তিপূর্ণ সহাবস্থান করা, বংশপরম্পরায় সম্পীতিতে বসবাস করা, পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা করা এবং অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
লোওকেন বলেছেন, দীর্ঘকাল ধরে চীন ও জাপান আইন ও বিচার ক্ষেত্রে ফলপ্রসূ আদান-প্রদান ও সহযোগিতা চালিয়েছে। চীন এই ক্ষেত্রে দু'দেশের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করা এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে জাপানের সঙ্গেযৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
সু জিউরা সেইকেন বলেছেন, জাপান আগের মতো ভবিষ্যতেও চীনের সঙ্গে আইন ও বিচারসহ বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
|