নয়াদিল্লী টেলিভিশন কেন্দ্রের ২১ জুলাইয়ের একটি খবরে বলা হয়েছে , মুম্বাইয়ের পুলিশ ইতোমধ্যে মুম্বাইয়ের বোমা বিস্ফোরণ ঘটনার তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । ১১ জুলাই ট্রেনেধারাবাহিক বোমাবিস্ফোরণ ঘটার পর পুলিশ এই প্রথম সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করেছে ।
গ্রেপ্তার করা তিনজনের মধ্যে একজন মুম্বাইয়ের লোক , বাকী দুজন বিহার অঙ্গরাজ্যের । পুলিশ তাদের মধ্যে একজনের কাছে আধা কিলোগ্রাম বিস্ফোরক পদার্থ পেয়েছেন । জানা গেছে , তারা তিনজনই লসকর-ই-তৈয়বা ইসলামিক সশস্ত্র সংগঠনের সদস্য ।
১১ জুলাই সন্ধ্যায় ভারতের মোম্বাই শহরের উপকন্ঠে ট্রেনেপর পর সাতবার বোমা বিস্ফোরণ ঘটেছে , এতে ১৯০জন নিহত ও ৬শ'জন আহত হয়েছেন । মহারাষ্ট্র অঙ্গরাজ্যের পুলিশপ্রধান পাসরিকা ১২ জুলাই বলেছেন , লসকর-ই-তৈয়বা ইসলামিক সশস্ত্র সংগঠন মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে , তবে এই সংগঠন তা' অস্বীকার করেছে ।
|