২০ জুলাই রাতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ এক টেলিভিশন ভাষণে বলেছেন, তিনি পাকিস্তানের ভূভাগে কোনো বিদেশী সন্ত্রাসীদের সন্ত্রাসী তত্পরতা চালাতে অনুমোদন দেবেন না , কোনো ব্যক্তি পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করে সন্ত্রাসী তত্পরতা চালাতে পারবে না ।
তিনি বলেছেন, পাকিস্তান হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসদমন শক্তির গুরুত্বপূর্ণ অংশীদার । পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় তত্পর কিছু সশস্ত্র দলের ওপর তারা ব্যবস্থা নিয়েছেন । পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত সামরিক অভিযান চালাবে ।
তিনি আরো উল্লেখ করেছেন যে, পাকিস্তান কোনো ব্যক্তির নির্দেশ গ্রহণ করবে না । আফগানিস্তানের উচিত পাকিস্তানের প্রতি অগ্রহণযোগ্য নিন্দা বন্ধ করা । এর সঙ্গে সঙ্গে তিনি ভারতের মুম্বাই'র ট্রেনে বোমা বিস্ফোরের প্রতি তীব্র নিন্দা করেছেন এবং ভারতের প্রতি পাকিস্তানকে অযৌক্তিকভাবে নিন্দা না করার আহ্বান জানিয়েছেন ।
|