চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ছুং ছুয়ান ২০ জুলাই পেইচিংয়ে বলেছেন, চীন ও আসিয়ানের অবাধ বাণিজ্য অঞ্চলের " পণ্য বাণিজ্য চুক্তি" অনুযায়ী গতবছরের জুলাই থেকে শুল্ক সার্বিকভাবে কমানোর পর চীন ও আসিয়ানের বাণিজ্যের পরিমাণ ২১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে , যাতে দ্বিপাক্ষিক আর্থি-বাণিজ্যিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে।
তিনি আরো বলেছেন, চীন ও আসিয়ানের অবাধ বাণিজ্য অঞ্চল স্থাপন করা হচ্ছে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার ও গভীর করার জন্যে দুদেশের নেতাদের একটি কৌশলগত নীতি । যাতে দু'পক্ষ অনেক লাভ পেয়েছে এবং পারস্পরিক উপকারিতামূলক ও উভয়ের কল্যান বাস্তবায়িত হয়েছে। চীন ও আসিয়ানের অবাধ বাণিজ্য অঞ্চলের শুল্ক কমানোর বৈশিষ্ট্য হচ্ছে ক্রমে ক্রমে গতি বৃদ্ধি হওয়া। গতবছরের জুলাই মাসে চীন আসিয়ান দেশের কাছে গড়পড়তা শুল্ক ৯.৯ শতাংশ থেকে ৮.১ শতাংশ কমিয়েছে। ২০০৭ সালের পর, দ্বিপক্ষিক শুল্ক কমানোর গতি আরো দ্রুত হবে।
|