চীনের উপবাণিজ্য মন্ত্রী কাও হু ছেন ২০ জুলাই বলেছেন , ২০০৪ সালে নিউজিল্যান্ড সর্বপ্রথমে চীনের পূর্ণ বাজার অর্থনীতির অবস্থান স্বীকৃতি দেয়ার পর আজ পর্যন্ত মোট ৫৭টি দেশ চীনের পূর্ণ বাজার অর্থনীতির অবস্থান স্বীকার করেছে । এই ৫৭টি দেশের মধ্যে অষ্ট্রেলিয়া , ব্রাজিল , আর্জেন্টিনা , দক্ষিণ আফ্রিকা , দক্ষিণ কোরিয়া , রাশিয়া ও আশিয়ানের দশটি দেশ রয়েছে ।
পৃথিবীতে ক্রমেই আরো বেশী দেশ চীনের পূর্ণ বাজার অর্থনীতির অবস্থান স্বীকৃতি দেয়ার সঙ্গে সঙ্গে চীনের বিরুদ্ধে বিদেশের ডাম্পিং বিরোধী অভিযোগ হ্রাস পাচ্ছে , আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের ভাবমূর্তি ভালো । কিন্তু চীনের প্রধান প্রধান বাণিজ্য অংশিদার দেশ যুক্তরাষ্ট্রও ই ইউ এখনও চীনের পূর্ণ বাজার অর্থনীতির অবস্থান স্বীকৃতি দেয় নি ।
|