চীনের পিপল্স ডেইলী পত্রিকার একটি খবরে বলা হয়েছে , চীনের বন্দরগুলোর মাল বোঝাই ও খালাসের পরিমাণ যথাক্রমে ৪.৯১ বিলিয়ন টন আর ৭ কোটি ৫৮ লাখ কন্টেইনারে দাঁড়িয়েছে । এ ক্ষেত্রে চীন পর পর তিন বছর পৃথিবীতে শীর্ষস্থানে রয়েছে । কিছু দিন আগে পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের বন্দর নির্মাণ সম্পর্কিত একটি অধিবেশনে আমাদের সংবাদদাতা এই তথ্য পেয়েছেন ।
বর্তমানে চীন কয়লা , তেল ও খনি পরিবহণ বন্দর , কন্টেইনার বন্দর আর গভীর পানির বন্দরের নির্মাণ কাজ জোরদার করছে ,যাতে চীনের সামুদ্রিক বন্দরগুলোর বিন্যাস আরো উপযুক্ত হবে । চীন সরকার সমাজের বিভিন্ন মহলকে বন্দর নির্মাণে বিনিয়োগ করতে উত্সাহ দেয় এবং চীন ও বিদেশের যৌথ বিনিয়োগ বা সহযোগিতায় বা বিদেশী শিল্পপতিদের একক বন্দর নির্মাণ ও ব্যবস্থাপনাকে উত্সাহিত করে । চীনের কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার বন্দর নির্মাণ সংক্রান্ত বিশেষ তহবিল স্থাপন করেছে এবং ভূমি ও কর আদায় ক্ষেত্রে সুবিধামূলক নীতি প্রণয়ন করেছে ।
|