 ১৯ জুলাই ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট বিভাগের সর্বশেষ খবরে জানা গেছে, ১৭ জুলাই জাভা দ্বীপের সমুদ্র এলাকায় সংঘটিত ভূমিকম্প আর সুনামিতে নিহতের সংখ্যা ৫৫০ জন হয়েছে । একইদিন জাভা দ্বীপে তিন দিনের মধ্যে দ্বিতীয়বার তুমুল ভূমিকম্প ঘটেছে । বর্তমানে কোনো সুনামির কোনো সতর্কবার্তা পায় নি ।
বর্তমানে পেশাগত চিকিত্সা দল ১০০০ জনেরও বেশি সামরিক পুলিশের সাহায্যে দুর্গত এলাকায় ত্রাণকাজ চালাচ্ছে, বিভিন্ন দুর্যোগ এলাকায় ১৯ জুলাই কয়েক জন লোকের মৃত্যুদেহ খুঁজে বের করা হয়েছে । তাছাড়া, আরো ২৭৫জন নিখোঁজ লোকের নামতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং ৫০ হাজারেরও বেশি লোক অস্থায়ী শিবিরে রয়েছেন । ইন্দোনেশিয়ার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও সমন্বয় সংস্থার কর্মকর্তা বলেছেন, ৫জন বিদেশী নিহত আর ৯ জন আহত হয়েছে ।

অন্য খবর থেকে জানা গেছে, ইন্দোনেশিয়ার স্থানীয় সময় ১৯ জুলাই বিকেল ৫টা: ৫৫মিনেটে রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভূমিকম্প আরেকবার ঘটেছে । ইন্দোনেশিয়ার আবহাওয়া আর ভূগোল বিভাগ বলেছে, এবারকার ভূমিকম্পের কেন্দ্র জাভা দ্বীপ ও সুমাত্রা দ্বীপের মধ্যে সুনদা প্রণালীতে অবস্থিত । এবারকার ভূমিকম্পে লোকের হতাহত ও সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর এখনো জানানো হয় নি ।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম বলেছে, যদিও ভূমিকম্পের আশঙ্কা সম্পূর্ণভাবে শেষ হয় নি, কিছু লোক নিজেদের বাড়িতে ফিরে এসেছেন ।
|