ডোমিনিক তে ভিল্লেপিন ইতোপূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রস্থ ও ভারতস্থ ফ্রান্সের দূতাবাসে কাজ করেছেন। ১৯৮০ সালে তিনি ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকার বিষয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯৫ সালে তিনি শিরাকের কাছে প্রেসিডেন্ট পদে নির্বাচনের প্রক্রিয়ায় সকল গুরুত্বপূর্ণ কর্মে যোগ দিয়েছেন। চলতি বছরের মে মাসে তার সাহায্যে শিরাক প্রেসিডেন্ট নিযুক্ত হবার পর প্রেসিডেন্ট ভবনের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। ২০০২ সালের মে মাসে তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০০৪ সালের মার্চ মাসে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর এবং নিরাপত্তা মন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন। ২০০৫ সালের মে মাসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
২০০৩ সালের জানুয়ারী মাসে তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে চীন সফর করেছেন।
|