সি আর আই তুমি যদি আকাশ হও, আমি হব তারা,
দু'জন মিলে বলব কথা, জানবে নাতো তাঁরা,
তুমি যদি সাগর হও, আমি হব ঢেউ,
দু'জনে সাথী হয়ে ভেসেবেড়ার জানবে নাতো কেউ,
তুমি যদি সুর হও, আমি হব গান,
তুমি আমি দু'জনে গেয়ে জুড়াবো সবার প্রাণ,
তুমি যদি পাহাড় হও, আমি হব ঝর্ণা,
দু'জনে মিলে সাথী হয়ে ছড়াবো সপ্তবর্ণা।
---বাংলাদেশের শেরপুর জেলার মোঃ মফিজুল হক
|