সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া-পাওয়া অনুষ্ঠান পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজ থেকে আমি চাওয়া-পাওয়া অনুষ্ঠান উপস্থাপন করবো। আশা করি আপনারা আগের মতো এই অনুষ্ঠানের উপর দৃষ্টি রাখবেন এবং তা সমর্থন করবেন। আচ্ছা, আর কথা নয়, এখন আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি।
বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার এম, এস, জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো: আশরাফুল ইসলাম আমাদের অনুষ্ঠানে হেমন্তের"আমি দুর হতে" নামে একটি গান শুনতে চান। এখন আমরা একসাথে এই গান শুনবো।
কেমন লাগলো, বন্ধুরা? আপনারা নিজেদের আত্বীয়স্বজন ও বন্ধুদের পছন্দের গান শোনাতে চাইলে আমাকে চিঠি লিখবেন। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের শুভেচ্ছা ও শুভ কামনা জানাতে পারেন। আচ্ছা, বন্ধুরা এখন ভারতের একজন শ্রোতাবন্ধুরসঙ্গে তাঁর পছন্দের শিল্পীর গাওয়া একটি গান শুনবেন আপনারা। তিনি হচ্ছেন ভারতের পশ্চিম বঙ্গ সমুদ্রগড় হাট সিমলা-উত্তর পাড়ার শর্ট ওয়েভ ওর্য়াল্ড রেডিও লিসনার্স ক্লাবের শুভংকর বসাক। তিনি বাংলাদেশের শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া একটি গান শুনতে চান। আচ্ছা, বন্ধুরা, তাহলে সাবিনা ইয়াসমিনের কন্ঠে "চিঠি দিও প্রতিদন"নামে একটি গান শোনা যাক।
ভারতের ফুলিয়া চটকাতলা নদীয়ার স্বাগতম ইন্টার ন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের ধীরেন বসাক আমাদের অনুষ্ঠানে মান্নাদের কন্ঠে যে কোনো একটি গান শুনতে চান। আচ্ছা, এখন আমি আপনার এই চাহিদা মেটাচ্ছি। আমরা একসাথে মান্নাদের গাওয়া "তুই কি পুতুল" নামে একটি গান শুনবো।
বাংলাদেশ সিলেটের কর্মধা গ্রামের শ্রী বিদ্যুত্চন্দ্র মালাকার বিশু আসিফের কন্ঠে একটি গান শুনতে চান। গানের প্রথম কলি হলো: ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়। কিন্তু আমি খুব দুঃখিত, আমার হতে এই গান নেই। তাই আসিফের গাওয়া "শুধু তোমার কারণে" নামে এই গান শোনাবো। আশা করি, আপনি পছন্দ করবেন।
বাংলাদেশের সতক্ষীরা, উত্তর সোটোকুপটের ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের আনিসুর রহমান আমাদের অনুষ্ঠানে নাচিকেতার গান শুনতে চান। আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসাথে তাঁর গাওয়া "শুনব না গান, গান শুনব না"নামে একটি গান শুনবো।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া-পাওয়া এখানেই শেষ হল। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি সুদূর পেইচিংয়ে আপনাদের চিঠির অপেক্ষা করছি। আগামী সপ্তাহের একই সময় আমাদের আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
|