লেবাননের হিজবুল্লাহ আর ইসরাইলের সংঘর্ষ নিরন্তর বিস্তৃত হবার সঙ্গে সঙ্গে কিছু দেশ ১৮ জুলাই অব্যাহতভাবে উভয় পক্ষের উদ্দেশ্যে যুদ্ধ বিরতি পালনের আহবান জানিয়েছে ।
মিসরের প্রেসিডেন্ট মুবারাক বলেছেন , লেবাননে ইসরাইলের সামরিক তত্পরতার বিস্তৃতি গোটা মধ্যপ্রাচ্যের জন্য বিপদ ডেকে আনবে । ফিলিস্তিন আর লেবাননি জনগণকে এর জন্য মূল্য দিতে হবে ।
সৌদি আরবের পররাষ্ট্র- মন্ত্রী সউদ আল- ফয়সাল বৃহত্ দেশগুলোর উদ্দেশ্যে দায়িত্ব বহন করে পরিস্থিতির আরো অবনতি রোধ করার দাবি জানিয়েছেন । তিনি জোর দিয়ে বলেছেন , বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে লেবানন আর ইসরাইলের মধ্যে যুদ্ধ বিরতি পালন করা ।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রী মোরাটিনোস বলেছেন , বর্তমানে সংঘর্ষে লিপ্ত বিভিন্ন পক্ষকে আলোচনা করতে হবে । বিশ্ব সমাজকেও নিজের দায়িত্ব বহন করতে হবে । তিনি এই মত প্রকাশ করেছেন যে , লেবাননে জাতিসংঘের একটি সৈন্যদল মোতায়েন করা সমস্যা সমাধানের অন্যতম উপায় ।
|