চীনের গ্রামাঞ্চলে পর্যটন বাজারের বিকাশ দ্রুততর হবে ।
চীনের জাতীয় পর্যটনের কাজকর্ম সংক্রান্ত অধিবেশন মধ্য চীনের উ হান শহরে অনুষ্ঠিত হচ্ছে । রাষ্ট্রীয় পর্যটন বিভাগের একজন কর্মকর্তা বলেছেন , সামনের ৫ বছরে চীনে সক্রিয়ভাবে গ্রামীণ বৈশিষ্ট্যসম্পন্ন পর্যটনের নানা রকম পদ্ধতি অন্বেষণ করা হবে , এই বৈশিষ্ট্যসম্পন্ন ১০ হাজারটি গ্রামীণ পর্যটন গ্রাম গড়ে তোলা হবে , আদিম পরিবেশ বিশিষ্ট গ্রাম ও সংখ্যালঘু জাতি গ্রামের সংরক্ষণ এবং পুরাকীর্তির ধ্বংসাবশেষ ও পুরানো আবাসিক এলাকার সংরক্ষণ ও সংস্কারের কাজ জোরদার করা হবে । এই সব গ্রামীণ পর্যটন গ্রামে ব্যবস্থাপনা জোরদার হবে , বাথরুম , জঞ্জাল সরানো প্রভৃতি দূষণমুক্ত ব্যবস্থা প্রবর্তন করা হবে এবং পরিসেবার মান উন্নত করা হবে ।
চীনে মোট কয়েক লক্ষ গ্রাম আছে । গ্রামীণ পর্যটন শিল্প উন্নয়নের ব্যাপক সম্ভাবনা আছে ।
|