চীনের মহাকাশ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের বিজ্ঞানীরা মহাকাশ ল্যাবরেটারি প্রতিষ্ঠা সংক্রান্ত গবেষণা আরো জোরদার করবেন । ১৯ জুলাই চীনের মানুষবাহী নভোযানের মহাকাশ যাত্রারচিফ ডিজাইনার কু ই তুং পেইচিংয়ে অনুষ্ঠিত ৩৬তম বিশ্ব মহাকাশ বিজ্ঞান সম্মেলনে এই কথা বলেছেন ।
তিনি আরো বলেছেন , চীন ইতোমধ্যে সাফল্যের সঙ্গে দুবার মানুষবাহী মহাকাশ যাত্রা সম্পন্ন করেছে । পরবর্তীকালে চীনের বিজ্ঞানীরা মহাকাশ ল্যাবরেটারি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাবেন । এই ল্যাবরেটারি মহাকাশে কিছু সময় থাকতে পারে । নভোচারীরা এতে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাতে পারেন এবং অল্প সময়ের জন্য জীবনযাপন করতে পারেন । এই পরিকল্পনা বাস্তাবায়নের জন্য চীনের বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি প্রয়োগ করবেন এবং নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাবেন ।
|