১৮ জুলাই চীনের রাষ্ট্রীয় কাউন্সেলার থাং চিয়াসুয়ান পেইচিংয়ে সফররত মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন লুথার পাওয়েলের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র প্রচেষ্টা চালিয়ে দু'দেশের গঠনমূলক সহযোগিতা সম্পর্ককে সার্বিকভাবে ত্বরান্বিত করতে ইচ্ছুক ।
তিনি বলেছেন, সাম্প্রতিক বছরে দু'পক্ষের মিলিত প্রচেষ্টায় দু'দেশের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত হয়েছে । বর্তমান নতুন আন্তর্জাতিক পরিস্থিতিতে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র আরো বিস্তৃত হয়েছে, এতে বিশ্বায়নের প্রভাবের পাশাপাশি কৌশলগত তত্পর্য রয়েছে । চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচেষ্টা চালিয়ে ব্যাপকভাবে পারস্পরিক উপকারিতামূলক ক্ষেত্রের সহযোগিতাকে অব্যাহতভাবে সম্প্রসারণ করবে এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রশ্নে সংলাপ আর সমন্বয় জোরদার করবে । যাতে দু'দেশের গঠনমূলক সহযোগিতা সম্পর্ককে সার্বিকভাবে ত্বরান্বিত করা যায় ।
পাওয়েল বলেছেন, মার্কিন-চীন সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ । দু'পক্ষের মিলিত প্রচেষ্টায় দু'দেশের সম্পর্ক বিরাট অগ্রগতি অর্জন করেছে । তিনি বিশ্বাস করেন ,দু'দেশ ভালভাবে মতবিরোধের সমাধান করবে এবং অব্যাহতভাবে সহযোগিতা জোরদার করবে ।
|