সুদানের দার্ফুর সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন ১৮ জুলাই ব্রাসেলসে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী প্রতিনিধিরা আন্তর্জাতিক সমাজের প্রতি এ অঞ্চলের শান্তি রক্ষী বাহিনীর আর্থিক সাহায্য জোরদার করার আহ্বান জানিয়েছেন।
সম্মেলনের একটি প্রধান বিষয় হচ্ছে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীর এই অঞ্চলের শান্তি রক্ষার দায়িত্ব কর্তব্য পালন করা। বর্তমানে আফ্রিকান ইউনিয়ন দার্ফুর অঞ্চলের যুদ্ধবিরতির তত্ত্বাবধানের দায়িত্ব অব্যাহতভাবে চালাতে পারছে না। জানুয়ারী মাসে জাতিসংঘের মহাসচিব কফি আনান জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীর এই অঞ্চলে দায়িত্ব পালন করার প্রস্তাব দিয়েছেন। তবে সুদান সরকার তার বিরোধীতা করেছে।
বৈঠক চলাকালীন সময় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক কর্মকর্তা জাভিয়ের সোলানা এবং জাতিসংঘের মহাসচিব কফি আনান সুদানের পররাষ্ট্রমন্ত্রী লাম আগোলের সঙ্গে পৃথকভাবে দুই ঘন্টাব্যাপী এক বৈঠক করেছেন। সোলানা একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে সুদান সরকার তার মত পরিবর্তন করছে।
|