v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-18 21:44:13    
বিদেশের সঙ্গেচীনের তত্পর সাংস্কৃতিক আদান-প্রদান

cri
    চীনের রাজধানী পেইচিং ও সাংহাইয়ের বাসিন্দাদের জন্য সাপ্তাহিক ছুটির দিনে উচ্চমানের বিদেশী শিল্পী দলের অনুষ্ঠান উপভোগ করা কঠিন ব্যাপার নয় । এখন বিদেশের অধিক থেকে অধিকতর শিল্পী দল আমন্ত্রিত হয়ে চীন সফরে আসে । একই সময় চীনের সংস্কৃতি ও শিল্পকলা প্রচারের জন্য চীনের শিল্পীরা বিদেশে যান ।

    প্রিয় বন্ধুরা , এ বছর চীনে আয়োজিত রাশিয়ার সাংস্কৃতি উত্সবে রাশিয়ার জাতীয় আদর্শ থিয়েটারের শিল্পীরা পেইচিংয়ের দশর্কদের জন্য ব্যালে নৃত্য পরিবেশন করেছেন । তাদের চিত্তাকর্ষক অনুষ্ঠান উপস্থিত সকল দশর্কদের মন জয় করেছে ।

    চীনের রাজধানী পেইচিং চীনের সাংস্কৃতিক কেন্দ্র । প্রতি দিন পেইচিংয়ে এই ধরনের দশ-বারোটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় , এগুলোর মধ্যে বিদেশী শিল্পী দলের অনুষ্ঠান কম নয় । রাশিয়ার জাতীয় আদর্শ থিয়েটারের মতো উচ্চ শৈল্পিক নৈপুন্যসম্পন্ন অনুষ্ঠান পেইচিংয়ের দশর্করা প্রতি বছরই উপভোগের সুযোগ পান ।

    প্রতি বছরই পেইচিংয়ে ' আন্তজার্তিক সংগীত উত্সব ' আর শিল্পকলা উত্সব আয়োজন করা হয় । গত বছরের পেইচিং আন্তর্জাতিক সংগীত উত্সবে ফ্রান্স , জামার্নী , চেক প্রজাতন্ত্র আর যুক্তরাষ্ট্রসহ দশ-বারোটি দেশের প্রায় একহাজার শিল্পী অংশ নিয়েছেন । এদের মধ্যে আছেন বিশ্ববিখ্যাত বেহালা বাদক সারাহ চান , পিয়ানো বাদক পোগোরেলিচ , সংগীত পরিচালক সিমোন রাটাল আর বিখ্যাত স্টুটগার্ট রেডিও সিম্ফোনি অর্কেস্ট্রারও বালির্নার ফিলহামোনিকার ইত্যাদি । জার্মানীর নিউনবার্গের জাতীয় থিয়েটারের পরিবেশন করা জামার্নীর সুরকার রিচার্ড ওয়াগনারের অপেরা ' নিবেলুগসের আঁঙটি ' সবচেয়ে বেশী সমাদৃত হয়েছে । এই অপেরার পরিবেশন গত বছর চীনের সংগীত মহলের একটি বড় ঘটনা । এই অপেরা চার ভাগে বিভক্ত , প্রতি ভাগ চার ঘন্টা স্থায়ী । দশর্কদের পক্ষে এই বিরাট অপেরা উপভোগ করা শারীরিক ও মানসিক প্রস্তুতি নেওয়া একান্ত প্রয়োজনীয় । কিন্তু পেইচিংয়ে এ চারটি অনুষ্ঠানে দশর্কদের ভীড় জমে এবং একটানা চার দিন সব দশর্ক মধ্যরাত পর্যন্ত অপেরা উপভোগ করেছেন ।

    এই অপেরা উপভোগ করে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়েরর দর্শক মাদাম ইয়াং আমাদের সংবাদদাতাকে বলেছেন , এই অপেরার চারটি ভাগই আমি উপভোগ করেছি । অপেরাটি আমাকে মুগ্ধ করেছে । এই অপেরা উপভোগের মাধ্যমে আমি পশ্চিমা দেশগুলোর অপেরা সম্বন্ধে ধারনা পেয়েছি । এই ধরনের সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি ।

    পশ্চিমা দেশগুলোর সংগীত ছাড়া আফ্রিকা ও এশিয়ার শিল্পী দলগুলোও চীনের সাংস্কৃতিক মঞ্চে স্থান পেয়েছে । গত বছর চীনের সাংস্কৃতিক উত্সবে দশ-বারোটি আফ্রিকান দেশের শিল্পীরা চীনের দশর্কদের আফ্রিকার নাচগান দেখিয়েছেন । এ বছর মেক্সিকোর দশ-বারোটি শিল্পী দল চীনে এসে মেক্সিকোর ঐতিহ্যিক নাচগান পরিবেশন করবে ।

    বিদেশী শিল্পী দলগুলো চীনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের সঙ্গে সঙ্গে চীনের শিল্পীরা চীনের সংস্কৃতি ও শিল্পকলা প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় । চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের বৈদেশিক যোগাযোগ বিভাগের উপপ্রধান ফু থুন বলেছেন , আমাদের বিভিন্ন দেশের সঙ্গে আদান –প্রদান করতে হবে । রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ ছাড়া সাংস্কৃতিক আদান-প্রদান অপরিহার্য । সাংস্কৃতিক আদান-প্রদান পারস্পরিক সমঝোতা বাড়াতে পারে এবং মানুষের ভাবানুভূতির নৈকট্য আনতে পারে । সাংস্কৃতিক আদান-প্রদানের কল্যাণে পৃথিবীর বিভিন্ন দেশ চীনের মুক্তদ্বার নীতি সহজেই উপলব্ধি ও গ্রহণ করেছে । সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ চীনাদের চিন্তাভাবনা ও চীনের উত্কৃষ্ট ঐতিহ্য উপলব্ধি করতে পারে ।

    চীনের বৈদেশিক সাংস্কৃতিক আদান-প্রদান গোষ্ঠী কোম্পানি হলো চীনের বৃহত্তম বৈদেশিক সাংস্কৃতিক আদান-প্রদান কোম্পানি । এই কোম্পানি চীনের ৯০ শতাংশ শিল্পী দলের বিদেশ সফর ও প্রদশর্নী আয়োজনের ব্যবস্থা করে। এই কোম্পানির ব্যবস্থাপনায় বিদেশে চীনের লোকসংগীত , সিম্ফোনি অর্কেষ্ট্রা , বেলে নৃত্য , ঐতিহ্যিক অপেরা , এক্রোবেটিক্সঅনুষ্ঠান আর চিত্র প্রদশর্নী , পুরাকীর্তি ও আধুনিক শিল্পকলা প্রদশর্নী আয়োজিত হয়েছে ।

    এই কোম্পানির জেনারেল ম্যানেজার চান ইয়ু সিয়েন বলেছেন ,২০০৩ সালের জুন মাস থেকে গত বছরের শেষ নাগাদ পর্যন্ত আড়াই বছরের মধ্যে এই কোম্পানি পৃথিবীর ৫১টি দেশ ও অঞ্চলে ২১০টি শিল্পী দল পাঠিয়েছে , এই সব শিল্পী দল বিদেশে মোট ১৩ হাজারটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে , দশর্কদের সংখ্যা প্রায় দুই কোটি ।

    বিদেশী দশর্করা চীনের সংস্কৃতি ও শিল্পকলা খুব পছন্দ করেন । সমঝোতা বাড়ানোর জন্য চীন ও ফ্রান্স একে অপরের রাজধানীতে সাংস্কৃতিক বর্ষ আয়োজন করেছে । দুটি দেশ মোট সাত শ'রও বেশী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করেছে । ফ্রান্সে চীনের কেন্দ্রীয় ব্যালে নৃত্য দলের অনুষ্ঠান আর ফ্রান্সের ফোম্পিদু কেন্দ্রে আয়োজিত ফ্রান্সের আধুনিক শিল্পকলা প্রদশর্নী আলোড়ন সৃষ্টি করেছিল । গত বছরের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে কেনিডি শিল্পকলা কেন্দ্রে চীনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদশর্নীগুলো দর্শকদের কাছে সমাদৃত হয়েছে , যুক্তরাষ্ট্রে চীনা সংস্কৃতি উপভোগের জোয়ার সৃষ্টি হয় ।

    গত বছর যুক্তরাষ্ট্রে আয়োজিত চীনা সাংস্কৃতিক উত্সবে কুয়াং চৌয়ের সিম্ফোনি অকেষ্ট্রা দল ' তিয়ে লিয়েন হুয়া ' নামে একটি সুর বাজিয়েছে । এই সুরে চীনের লোকসংগীতের সুর মেশানো হয়েছে বলে সুরটি বৈশিষ্ট্যপূর্ণ হয়েছে । এই সুর শুনে মার্কিন দর্শক ডন ওয়ালেন্স আমাদের সংবাদদাতাকে বলেছেন , সংগীত চীনের সংস্কৃতি উপলব্ধি করতে আমাকে সাহায্য করেছে । এই মাত্র আমি যে সুর শুনেছি , তা' সত্যিই বৈশিষ্ট্যপূর্ণ । আমি কখনও এই ধরনের সিম্ফোনি সুর শুনি নি । আমি সুরকারের সঙ্গে আলাপ করতে চাই ।