চীনের তৃতীয় হস্তশিল্প মেলা
cri
২২ আগষ্ট চীনের তৃতীয় হস্তশিল্প মেলা পেইচিংয়ে আয়োজন করা হবে। এক সপ্তাহস্থায়ী এই মেলায় চীনের বিভিন্ন জায়গার লোকশিল্পী তাদের হস্তশিল্প্য দ্রব্য নিয়ে এই মেলায় অংশ নেবেন । চীনের লোকশিল্পী সমিতির উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্দেশ্য হলো লোকশিল্প দ্রব্য ও লোকশিল্প প্রদর্শনের মাধ্যমে লোকশিল্প রক্ষা ও প্রচার করা । এই মেলায় ভাষ্কর্য , হস্তলিপি , ছবি , পেপারকাট , সূচিশিল্প , মাটির পাত্র তৈরী আর সংখ্যালঘুজাতির বাদ্যযন্ত্র ইত্যাদি দেখানো হবে । মেলা চলাকালে প্রদশীর্ত লোকশিল্প দ্রব্যগুলোর মধ্যে চীনের লোকশিল্পের পাহাড়ী ফুল পুরস্কার নির্বাচন করা হবে । এই পুরস্কার চীনের লোকশিল্পের সর্বোচ্চ পুরস্কার।
|
|